০৯:৫৪ অপরাহ্ন, শনিবার, ০৫ জুলাই ২০২৫

জুলাই বিপ্লবের স্মৃতি ধরে রাখতে সিকৃবিতে ‘জুলাই ৩৬ গেইট’

অনলাইন ডেস্ক
  • আপডেট সময়ঃ ০৫:৪১:০১ অপরাহ্ন, শনিবার, ৫ জুলাই ২০২৫
  • / ৩ বার পড়া হয়েছে।

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) প্রধান গেটটি (ফটক) ছিল ছোট আকারের। সেখানে একটি নান্দনিক গেট নির্মাণে দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে আসছিলেন শিক্ষার্থীরা। এর পরিপ্রেক্ষিতে সেখানে ১ কোটি ৩৬ লাখ টাকা ব্যয়ে নান্দনিক ফটক নির্মাণ করা হয়েছে। গত বছরের জুলাই বিপ্লবের স্মৃতি ধরে রাখতে ফটকের নাম দেওয়া হয়েছে ‘জুলাই ৩৬ গেইট’। নির্মাণকাজ শেষে শুক্রবার ফটকটির উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের ভিসি ড. মো. আলিমুল ইসলাম।

এ সময় বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার ড. এ টি এম মাহবুব-ই-ইলাহীসহ বিভিন্ন অনুষদের ডিন, রেজিস্ট্রার, বিভিন্ন দপ্তরের পরিচালক, হল প্রভোস্ট, শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উদ্বোধন শেষে ভিসি আলিমুল ইসলাম বলেন, ‘জুলাই ৩৬ গেইট’ শুধু একটি গেট নয়, এটি প্রজন্ম থেকে প্রজন্মে স্বাধীনতা ও গণতন্ত্রের জন্য লড়াইয়ের এক নীরব সাক্ষী। তরুণদের জন্য এটি একটি অনুপ্রেরণা যেন তারা ভুলে না যায়, কীভাবে অধিকার রক্ষায় মানুষ তাদের জীবন বিসর্জন দিয়েছিলেন।

জানা গেছে, গত অর্থবছরে সিকৃবিতে ফটক নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছিল। কিন্তু নির্মাণকাজ শুরুর আগে ছাত্রলীগের কিছু নেতা ঠিকাদারের কাছে বড় অঙ্কের অর্থ দাবি করে। এক পর্যায়ে ঠিকাদার কাজ না করেই গা ঢাকা দিলে ফটকের নির্মাণকাজ আটকে যায়।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, ৫ আগস্টের পর দেশে জুলাই বিপ্লবের স্মৃতি রক্ষায় অনেক স্থাপনার নামকরণ করা হলেও এই প্রথম কোনো বিশ্ববিদ্যালয়ে ফটক নির্মাণ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন
ট্যাগসঃ

বিস্তারিত লিখুনঃ

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

জুলাই বিপ্লবের স্মৃতি ধরে রাখতে সিকৃবিতে ‘জুলাই ৩৬ গেইট’

আপডেট সময়ঃ ০৫:৪১:০১ অপরাহ্ন, শনিবার, ৫ জুলাই ২০২৫

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) প্রধান গেটটি (ফটক) ছিল ছোট আকারের। সেখানে একটি নান্দনিক গেট নির্মাণে দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে আসছিলেন শিক্ষার্থীরা। এর পরিপ্রেক্ষিতে সেখানে ১ কোটি ৩৬ লাখ টাকা ব্যয়ে নান্দনিক ফটক নির্মাণ করা হয়েছে। গত বছরের জুলাই বিপ্লবের স্মৃতি ধরে রাখতে ফটকের নাম দেওয়া হয়েছে ‘জুলাই ৩৬ গেইট’। নির্মাণকাজ শেষে শুক্রবার ফটকটির উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের ভিসি ড. মো. আলিমুল ইসলাম।

এ সময় বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার ড. এ টি এম মাহবুব-ই-ইলাহীসহ বিভিন্ন অনুষদের ডিন, রেজিস্ট্রার, বিভিন্ন দপ্তরের পরিচালক, হল প্রভোস্ট, শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উদ্বোধন শেষে ভিসি আলিমুল ইসলাম বলেন, ‘জুলাই ৩৬ গেইট’ শুধু একটি গেট নয়, এটি প্রজন্ম থেকে প্রজন্মে স্বাধীনতা ও গণতন্ত্রের জন্য লড়াইয়ের এক নীরব সাক্ষী। তরুণদের জন্য এটি একটি অনুপ্রেরণা যেন তারা ভুলে না যায়, কীভাবে অধিকার রক্ষায় মানুষ তাদের জীবন বিসর্জন দিয়েছিলেন।

জানা গেছে, গত অর্থবছরে সিকৃবিতে ফটক নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছিল। কিন্তু নির্মাণকাজ শুরুর আগে ছাত্রলীগের কিছু নেতা ঠিকাদারের কাছে বড় অঙ্কের অর্থ দাবি করে। এক পর্যায়ে ঠিকাদার কাজ না করেই গা ঢাকা দিলে ফটকের নির্মাণকাজ আটকে যায়।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, ৫ আগস্টের পর দেশে জুলাই বিপ্লবের স্মৃতি রক্ষায় অনেক স্থাপনার নামকরণ করা হলেও এই প্রথম কোনো বিশ্ববিদ্যালয়ে ফটক নির্মাণ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন