ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট মহানগর সভাপতি ডা. রিয়াজুল ইসলাম রিয়াজ বলেছেন, জুলাই বিপ্লব এদেশের ভাগ্যাকাশে নতুন সূর্যোদয় করেছিলো। এদেশের বীর জনতা একটি সুন্দর বাংলাদেশ বিনির্মাণের জন্য ফ্যাসিস্টের বিরোদ্ধে যুদ্ধ করে জীবন বিলিয়ে দিয়েছিলেন। কিন্তু বিপ্লব পরবর্তী দেশের রাষ্ট্রীয় কাঠামোতে সংস্কার, আইন ও বিচার বিভাগের সংস্কার এবং রাজনৈতিক চরিত্রে যে পরিবর্তন হওয়ার কথা ছিল, তা হয়নি। ফলে জাতি হতাশায় দিনাতিপাত করছে।
বুধবার (১৬ জুলাই) বেলা ৩টায় ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট মহানগরের উদ্যোগে দেশব্যাপী কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নগরীর কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদে আয়োজিত জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষ্যে আলোচনা সভা ও শহীদের দোয়া মাহফিল এবং শহীদ পরিবারকে সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
তিনি বলেন, এদেশে রাজনৈতিক হানাহানিতে নিহত-আহত মানুষের সংখ্যা শুনে আঁতকে উঠতে হয়। চাঁদাবাজী কোন অর্থেই কমে নাই। সন্ত্রাসও কমে নাই। বরং রাজনৈতিক পরিচয়ে ধর্ষণের মতো ঘটনা বৃদ্ধি পেয়েছে। মিডফোর্টে যে বর্বরতায় মানুষকে হত্যা করা হয়েছে জুলাই অভ্যুত্থানের পরে দেশের মানুষ এই ধরণের চাঁদাবাজির রাজনীতি দেখতে আশা করেনি। এজন্য ২৪শের শহীদরা জীবন দিয়ে যাননি। ইসলামী আন্দোলন বাংলাদেশ শহীদদের এই রক্ত কখনো বৃথা যেতে দিবে না। শহীদদের রক্তের উপর দিয়েই এদেশের মানুষ তাদের অধিকার ফিরে পাবে। বক্তারা বলেন, ১৬ জুলাই গোপালগঞ্জে জুলাই অভ্যুত্থানের প্রধান নেতৃত্বের উপরে হামলায় অংশ নেয়া স্বৈরাচারের দালালদের কঠোর শাস্তি নিশ্চিত করতে হবে। এই হামলা রাষ্ট্রের জন্য কলঙ্কজনক অধ্যায়। এর থেকে জাতীকে মুক্ত করা অন্তর্র্বতীকালীন সরকার সরকারের দায়িত্ব।
অনুষ্ঠানে পীর সাহেব চরমোনাইর পক্ষ থেকে জুলাই অভ্যুত্থানে সিলেটের শহীদ সাংবাদিক আবু তুরাব, শহীদ মোস্তাক আহমেদ ও শহীদ ওয়াসিমের পরিবারের জন্য সম্মাননা স্মারক প্রদান করা হয়।
সিলেট মহানগর সেক্রেটারি হাফিজ মাওলানা মাহমুদুল হাসানের পরিচালনায় উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ এর কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য আলহাজ্ব নযীর আহমদ, সিলেট মহানগর জয়েন্ট সেক্রেটারি প্রভাষক বুরহান উদ্দিন, সাংগঠনিক সম্পাদক হাফিজ মাওলানা মতিউর রহমান খান, প্রচার ও দাওয়াহ সম্পাদক রফিকুল ইসলাম রনি, দপ্তর সম্পাদক জাবেদ আহমদ, অর্থ ও প্রকাশনা সম্পাদক মাওলানা মুহিবুর রহমান, ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক মাওলানা মকবুল হোসাইন, আইন ও মানবাধিকার বিষয়ক সম্পাদক এস এম সামছুল আলম চৌধুরী, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক মোহাম্মদ নুরুজ্জামান, কৃষি ও শ্রম বিষয়ক সম্পাদক সিদ্দিকুর রহমান, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক মুহাম্মদ মাঈন উদ্দিন, ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ সিলেট মহানগর সভাপতি সিদ্দিকুর রহমান, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ সিলেট জেলা সভাপতি আলবাবুল হক চৌধুরী, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ সিলেট মহানগর এর প্রকাশনা সম্পাদক তাজুল ইসলাম, মাওলানা জহিরুল ইসলাম, আলহাজ্ব রুহুল আলম, ফয়সাল আহমদ, মকসুদ আলী, শাহিদুল ইসলাম প্রমুখ।
প্রধান সম্পাদকঃ আবুবকর সিদ্দিক সুমন। নির্বাহী সম্পাদকঃ রুবেল হাসনাইন। বার্তা সম্পাদকঃ রুমি বরুয়া।
গুলশান, ঢাকা-১২১৬, বাংলাদেশ। ইমেইলঃ admin@sylhet21.com,sylhet21.com@gmail.com মোবাইলঃ +1586 665 4225
© 2024 Sylhet21 All Rights Reserved. | Developed Success Life IT