জুলাই শহীদদের স্মরণে ছাত্র জমিয়তের আলোচনা সভা ও দোয়া মাহফিল

- আপডেট সময়ঃ ০৯:০৫:৪৯ অপরাহ্ন, শনিবার, ১৯ জুলাই ২০২৫
- / ১১ বার পড়া হয়েছে।

ছাত্র জমিয়ত সিলেট মহানগর শাহপরান থানার ২২নং ওয়ার্ডের উদ্যোগে শনিবার (১৯ জুলাই) বিকাল ৪টায় ‘জুলাই আন্দোলনে আহত ও নিহতদের’ স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
শাখা সভাপতি মাশহুদুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমানের সঞ্চালনায় পবিত্র কালামুল্লাহ তিলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান সূচনা হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জমিয়ত নেতা, সাংবাদিক আতিকুর রহমান নগরী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্র জমিয়ত কেন্দ্রীয় কমিটির সমাজসেবা সম্পাদক আব্দুল্লাহ আল মাহফুজ, সিলেট মহানগরের সাধারণ সম্পাদক আবু হানিফ সাদি, সহ-সভাপতি জাকি হাসান, শাহপরান থানা সভাপতি শায়খুল ইসলাম, সাধারণ সম্পাদক মীর আইনুল হক প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে সাংবাদিক আতিকুর রহমান নগরী বলেন, গত বছর এই দিনেই ফ্যাসিস্ট বাহিনীর হাতে শহীদ হওয়া সিলেটের সাংবাদিক এটিএম তুরাবের কথা গভীরভাবে স্মরণ করেন এবং ফ্যাসিস্ট সরকার সহ সকল অপরাধীর অতিদ্রুত শাস্তির জোরালো দাবি করেন।
সভাপতির বক্তব্যে মাশহুদুর রহমান বলেন, “পশ্চিমা এজেন্ডা বাস্তবায়নের জন্য হাজারো বিপ্লবী জনতা বুকের তাজা রক্ত দিয়ে ভারতীয় আগ্রাসন থেকে দেশকে মুক্ত করে নি।” তিনি বলেন, “দেশে জাতিসংঘের মানবাধিকার কমিশনের অফিস স্থাপন রাষ্ট্রের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের নামান্তর, যা আমাদের দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের জন্য হুমকি স্বরূপ।”
সভায় সরকারের কাছে তিন দফা দাবি উত্থাপন করা হয় দাবিগুলো হলো:
১. জাতিসংঘের মানবাধিকার কমিশনের অপসারণ।
২. পিলখানা, শাপলা ও জুলাই অভ্যুত্থানসহ সর্বপ্রকার হত্যাকাণ্ডের বিচার নিশ্চিতকরণ।
৩. আগামী ৫ আগস্টের ভিতরে “জুলাই সনদ” প্রস্তুতকরণ।
শেষে মাওলানা যাহিদ আহমদের দোয়ার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।