জুলাই শহীদদের স্মরণে বিয়ানীবাজার উপজেলা ছাত্র জমিয়তের আলোচনা সভা ও দোয়া মাহফিল।

- আপডেট সময়ঃ ১২:৫৭:৫৮ অপরাহ্ন, সোমবার, ৭ জুলাই ২০২৫
- / ৫৪ বার পড়া হয়েছে।

২৪এর গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে ছাত্র জমিয়ত বাংলাদেশ বিয়ানীবাজার উপজেলা শাখার আলোচনা সভা ও দুআ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।রবিবার (৬ জুলাই) সন্ধ্যায় বিয়ানীবাজার জমিয়ত কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়।
শাখা সভাপতি জাহিদ আহমদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ওলিউর রহমানের পরিচালনায় সভায় অন্যানদের মধ্যে উপস্থিত ছিলেন বিয়ানীবাজার উপজেলা ছাত্র জমিয়তের সহ সভাপতি আশরাফুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম, সহ সাধারণ সম্পাদক এবাদুর রহমান, অর্থ সম্পাদক মুজাহিদুল ইসলাম, প্রশিক্ষণ সম্পাদক ইমরান হাসিব, প্রচার সম্পাদক আবুল হাসনাত, আলিয়া মাদ্রাসা সম্পাদক আফজল হোসাইন।বক্তারা বলেন জুলাই-আগস্ট অভ্যুত্থান ছিল বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একটি গৌরবময় ও অগ্নিঝরা অধ্যায়। এই আন্দোলনে যারা শহীদ হয়েছেন, তারা দেশের স্বাধীনতা, ইসলাম ও ন্যায়বিচারের পক্ষে আপোষহীন সংগ্রামে প্রাণ দিয়েছেন। আমরা তাদের স্মরণ করি গভীর শ্রদ্ধায় এবং তাদের জন্য মাগফিরাত কামনা করি। শহীদদের আত্মত্যাগ যেন বৃথা না যায়, এজন্য বর্তমান প্রজন্মকে তাদের আদর্শে উজ্জীবিত হয়ে কাজ করতে হবে। পাশাপাশি যারা এখনো আহত ও পঙ্গু অবস্থায় কষ্টে দিন কাটাচ্ছেন, তাদের পাশে দাঁড়ানো প্রত্যেকের মানবিক দায়িত্ব।
সভা শেষে জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের রুহের মাগফিরাত এবং আহতদের সুস্থতা কামনা করে দুআ অনুষ্ঠিত হয়।