০৬:০৭ পূর্বাহ্ন, বুধবার, ০৮ অক্টোবর ২০২৫

জুলাই সনদ বাস্তবায়ন করে পিআর পদ্ধতিতে নির্বাচন দিতে হবে: মাহমুদুল হাসান

সিলেট ব্যুরো
  • আপডেট সময়ঃ ০৬:৩০:৫৪ অপরাহ্ন, শনিবার, ৪ অক্টোবর ২০২৫
  • / ৭৭ বার পড়া হয়েছে।

ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট জালালাবাদ থানা শাখার ওয়ার্ড প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (০৩ অক্টোবর) বাদ এশা তেমুখী পয়েন্টস্থ অস্থায়ী কার্যালয়ে এই ওয়ার্ড প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়।

জালালাবাদ থানা সভাপতি মোঃ আব্দুর জাহেরের সভাপতিত্বে ও সেক্রেটারি প্রভাষক বুরহান উদ্দিনের পরিচালনায় সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট মহানগর সেক্রেটারী হাফিজ মাওলানা মাহমুদুল হাসান (এলএল.বি), বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট মহানগর এসিস্ট্যান্ট সেক্রেটারী মাওলানা বদরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মাওলানা মতিউর রহমান খাঁন।

সম্মেলনে প্রধান অতিথি বক্তব্যে মাওলানা মাহমুদুল হাসান বলেন, দেশের রাজনৈতিক সংকটের স্থায়ী সমাধান হিসেবে পিআর পদ্ধতির নির্বাচনের পক্ষে জোরালো অভিমত ব্যক্ত করেন। তিনি বলেন, জুলাই সনদ বাস্তবায়ন করে পিআর পদ্ধতিতে নির্বাচন দিতে হবে। একটি অন্তর্ভুক্তিমূলক ও সুষ্ঠু নির্বাচন ব্যবস্থার মাধ্যমেই দেশকে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব। এছাড়াও, তিনি রাষ্ট্রীয় প্রয়োজনীয় সংস্কার এবং ২০২৪ সালের গণহত্যার ন্যায়বিচার চূড়ান্তভাবে সম্পন্ন করার দাবি জানান। তিনি আরও বলেন, বর্তমান এবং ভবিষ্যতের সকল জটিলতা নিরসনের জন্য ঐতিহাসিক জুলাই সনদের আইনি ভিত্তি বাস্তবায়ন করতে হবে। তিনি ওয়ার্ড পর্যায়ের সকল নেতাকর্মীদের মধ্যে সংগঠনকে আরও শক্তিশালী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান।

বিশেষ অতিথিরা বক্তব্যে মাওলানা বদরুল ইসলাম বলেন, সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে সদস্য ও কর্মীদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। পিআর পদ্ধতির নির্বাচন সম্পর্কে জনগণকে সচেতন করা এবং শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলনকে এগিয়ে নেওয়ার উপর গুরুত্বারোপ করেন।

সভাপতির বক্তক্ত্যে মোঃ আব্দুর জাহের বলেন, জালালাবাদ থানার সকল ওয়ার্ডে সংগঠনের কার্যক্রম জোরদার করতে ভবিষ্যৎ কর্মপরিকল্পনা উপস্থাপন করেন। সকল পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকদের একযোগে কাজ করার আহবান জানান।

নিউজটি শেয়ার করুন
ট্যাগসঃ

বিস্তারিত লিখুনঃ

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন