দেশব্যাপি জাতীয় ভিটামিন -এ প্লাস ক্যাম্পেইন শুরু হয়েছে। সারাদেশে এ ক্যাম্পেইনে ২ কোটি ২৬ লাখ শিশুকে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে।এরই ধারাবাহিকতায় শনিবার (১৫ই মার্চ) জৈন্তাপুরে উদ্বোধন করা হয়েছে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন এর।
জাতীয় পুষ্টিসেবা, স্বাস্থ্য অধিদপ্তর, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বাস্তবায়নে সকাল ৮টায় জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এই ক্যাম্পেইনের উদ্বোধন করেন জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. প্রশান্ত কুমার সাহা।
এ সময় আরো উপস্থিত ছিলেন- জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. মিলাদুর রহমান, মেডিক্যাল অফিসার ডা. সুজয় চৌধুরী ও ডা. হিল্লোল সাহা।
এ বিষয়ে জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. প্রশান্ত কুমার সাহা বলেন, সারা দেশের ন্যায় জৈন্তাপুর উপজেলায় ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী শিশুদের এই ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। চলতি বছর ক্যাম্পেইনে জৈন্তাপুর উপজেলায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ছাড়াও পুরো উপজেলায় ১৬টি কমিউনিটি ক্লিনিক সহ মোট ১২০ টি অস্হায়ী টিকাদন কেন্দ্রে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হচ্ছে।
তিনি আরো বলেন, এ বছর জৈন্তাপুর উপজেলায় ৬-১১ বয়সী ৩ হাজার ৩ শ ৭ জন শিশু ও ১২-৫৯ মাস বয়সী ২৫ হাজার ৩ শ ৩১ জন শিশুকে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্য প্রস্তুতি গ্রহন করা হয়েছে। মুলত শৈশবকালীন অন্ধত্ব প্রতিরোধ এবং শিশু মৃত্যুর হার কমাতে সরকার এই ভিটামিন-এ ক্যাপসুল খাওয়ানোর ক্যাম্পেইন পরিচালিত করছে। তাই সকল সচেতন অভিভাবকদের নিকটস্থ টিকাদান কেন্দ্রে নিজ নিজ শিশুদের নিয়ে টিকা খাওয়ানোর অনুরোধ জানিয়েছেন তিনি। ক্যাম্পেইন চলবে বিকেল ৪টায় পর্যন্ত।
প্রধান সম্পাদকঃ আবুবকর সিদ্দিক সুমন। নির্বাহী সম্পাদকঃ রুবেল হাসনাইন। বার্তা সম্পাদকঃ রুমি বরুয়া।
গুলশান, ঢাকা-১২১৬, বাংলাদেশ। ইমেইলঃ admin@sylhet21.com,sylhet21.com@gmail.com মোবাইলঃ +1586 665 4225
©২০২৫ সিলেট ২১ সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Developed Success Life IT