সিলেটের জৈন্তাপুর সীমান্ত দিয়ে দুই বাংলাদেশিকে ঠেলে দিয়েছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
শনিবার (৩০ আগস্ট) সীমান্তের বাঘছড়া এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে বিজিবি সদস্যরা তাদের আটক করে ক্যাম্পে নিয়ে যায়।
আটক ব্যক্তিরা হলেন— খুলনার দিঘলিয়া উপজেলার মাধবপুর গ্রামের মৃত মোতালেব ফকিরের ছেলে হাসানুল ফকির (৫৮) ও তার স্ত্রী মোছা. আম্বিয়া (৩৫)।
স্থানীয় সূত্রে জানা যায়, সীমান্তের ১৩০২ নম্বরের ৪ নম্বর সাব-পিলারের বাঘছড়া পয়েন্ট দিয়ে বিএসএফ তাদের বাংলাদেশে পাঠিয়ে দেয়। এসময় জকিগঞ্জ ব্যাটালিয়নের লালাখাল বিওপির সদস্যরা ঘটনাস্থল থেকে তাদের আটক করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা জানান, তারা প্রায় ১০ বছর আগে ভারতে গিয়েছিলেন।
জকিগঞ্জ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জুবায়ের আনোয়ার বলেন, আটকদের থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
প্রধান সম্পাদকঃ আবুবকর সিদ্দিক সুমন। নির্বাহী সম্পাদকঃ রুবেল হাসনাইন। বার্তা সম্পাদকঃ রুমি বরুয়া।
গুলশান, ঢাকা-১২১৬, বাংলাদেশ। ইমেইলঃ admin@sylhet21.com,sylhet21.com@gmail.com মোবাইলঃ +1586 665 4225
©২০২৫ সিলেট ২১ সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Developed Success Life IT