সরাসরি রেডিও সম্প্রচার সরাসরি ভিডিও সম্প্রচার
০৩:১৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬

জোট রাজনীতিতে বদলেছে চিত্র, সিলেট-৬ এ ফুরফুরে বিএনপি-জামায়াত

মিসবাহ উদ্দিন :
  • আপডেট সময়ঃ ১২:০২:০২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬
  • / ৫৩ বার পড়া হয়েছে।

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৬ (গোলাপগঞ্জ–বিয়ানীবাজার) আসনে নির্বাচনী মাঠে এখন স্পষ্টভাবে এগিয়ে বিএনপি ও জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থীরা। বড় ধরনের কোনো রাজনৈতিক বাধা না থাকায় এ দুই দলের প্রার্থীদের মধ্যে লক্ষ্য করা যাচ্ছে স্বস্তি ও আত্মবিশ্বাস। ফলে প্রচারণায়ও রয়েছে ফুরফুরে ভাব।

অন্যদিকে জোট রাজনীতির হিসাব-নিকাশে বেকায়দায় পড়েছেন গণঅধিকার পরিষদ ও জমিয়তে উলামায়ে ইসলামীর বিদ্রোহী প্রার্থীরা। নির্বাচনী মাঠে তাদের অবস্থান তুলনামূলকভাবে দুর্বল বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

জানা গেছে, সিলেট-৬ আসনে বর্তমানে মোট পাঁচজন প্রার্থী নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন। বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করছেন এমরান আহমদ চৌধুরী। দলের বিকল্প প্রার্থী ফয়সল আহমদ চৌধুরী মনোনয়নপত্র প্রত্যাহার করে নেওয়ায় বিএনপির ভেতরের সম্ভাব্য দ্বন্দ্বের অবসান ঘটে। এতে দুশ্চিন্তামুক্ত হয়ে মাঠে সক্রিয়ভাবে প্রচার চালাচ্ছেন এমরান আহমদ চৌধুরী।

জামায়াতে ইসলামীর একক প্রার্থী হিসেবে রয়েছেন মোহাম্মদ সেলিম উদ্দিন। জোট গঠনের আগে এ আসনটি জামায়াতের হাতছাড়া হওয়ার আশঙ্কা থাকলেও আসন বণ্টনে সিলেট-৬ জামায়াতে ইসলামীর ভাগে পড়ায় দলটির প্রার্থী এখন বেশ আত্মবিশ্বাসী অবস্থানে রয়েছেন।

গণঅধিকার পরিষদের প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিচ্ছেন অ্যাডভোকেট জাহিদুর রহমান। বিএনপির সঙ্গে জোট হওয়ার পর এ আসনটি কার্যত গণঅধিকার পরিষদের নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। জোটের বাইরে থাকলেও তিনি দলীয় প্রতীক ট্রাক নিয়ে নির্বাচনী মাঠে প্রচার চালিয়ে যাচ্ছেন।

জাতীয় পার্টির মনোনীত প্রার্থী আব্দুন নূর লাঙ্গল প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করলেও মাঠপর্যায়ে উল্লেখযোগ্য প্রভাব বিস্তার করতে পারছেন না। গোলাপগঞ্জ ও বিয়ানীবাজার উপজেলা জাতীয় পার্টি এবং অঙ্গসংগঠনের অনেক নেতাকর্মী তার পাশে নেই বলে একাধিক সূত্রে জানা গেছে। প্রবাসী হওয়ায় এলাকাভিত্তিক প্রচারণায়ও তার উপস্থিতি সীমিত।

এদিকে জমিয়তে উলামায়ে ইসলাম থেকে প্রাথমিকভাবে দলীয় মনোনয়ন পেয়েছিলেন মাওলানা মোহাম্মদ ফখরুল ইসলাম। তবে দলটি জোটে যুক্ত হওয়ার পর এ আসনটি তার হাতছাড়া হয়। বর্তমানে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে হেলিকপ্টার প্রতীক নিয়ে নির্বাচনী মাঠে রয়েছেন। স্বতন্ত্র প্রার্থী হলেও গোলাপগঞ্জ ও বিয়ানীবাজার উপজেলার জমিয়তে উলামায়ে ইসলামের একটি বড় অংশ তার পক্ষে সক্রিয় রয়েছে বলে দলীয় সূত্রে জানা গেছে।

সামগ্রিকভাবে সিলেট-৬ আসনে নির্বাচনী লড়াই ক্রমেই জমে উঠছে। তবে বর্তমান পরিস্থিতিতে বিএনপি ও জামায়াতের প্রার্থীরাই রয়েছেন সবচেয়ে সুবিধাজনক অবস্থানে।

নিউজটি শেয়ার করুন

বিস্তারিত লিখুনঃ

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন