নিউ ইয়র্ক সিটির সদ্য নির্বাচিত মেয়র জোরান মামদানি দায়িত্ব নেওয়ার আগেই শহরের পুলিশ বিভাগে অস্থিরতা দেখা দিয়েছে। প্রথম মুসলিম ও দক্ষিণ এশীয় বংশোদ্ভূত এই তরুণ নেতা গত মঙ্গলবার অনুষ্ঠিত সাধারণ নির্বাচনে মেয়র পদে বিজয়ী হন। আগামী ১ জানুয়ারি তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করবেন।
তবে এরই মধ্যে নিউ ইয়র্ক পুলিশ ডিপার্টমেন্টে (এনওয়াইপিডি) পদত্যাগের হার উদ্বেগজনক হারে বেড়েছে। নিউ ইয়র্ক পোস্টের একটি প্রতিবেদনে বলা হয়েছে, মামদানি ‘সোশ্যালিস্ট’ নীতিতে বিশ্বাসী হওয়ায় অনেক পুলিশ কর্মকর্তা ভবিষ্যৎ নীতিমালার প্রভাব নিয়ে শঙ্কিত। ফলে তারা বাহিনী ছাড়ার সিদ্ধান্ত নিচ্ছেন।
পদত্যাগের হার বেড়েছে ৩৫ শতাংশ
পুলিশ পেনশন ফান্ডের তথ্য অনুযায়ী, চলতি বছরের অক্টোবর মাসে এনওয়াইপিডি থেকে ২৪৫ জন কর্মকর্তা পদত্যাগ করেছেন। গত বছর একই সময়ে এই সংখ্যা ছিল ১৮১। অর্থাৎ, এক বছরে পদত্যাগের হার বেড়েছে প্রায় ৩৫ শতাংশ।
গোয়েন্দা এনডাউমেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি স্কট মুনরো বলেন, “নতুন মেয়র এমন নীতিমালা আনতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে, যা আইন প্রয়োগকারী সংস্থার মনোবলকে আরও দুর্বল করে দিতে পারে।”
অপরদিকে, পুলিশ বেনেভোলেন্ট অ্যাসোসিয়েশনের (পিবিএ) সভাপতি প্যাট্রিক হেন্ড্রি জানিয়েছেন, “প্রতি মাসেই আমরা একটি পূর্ণাঙ্গ প্রিসিঙ্কট পরিচালনার মতো সংখ্যক পুলিশ হারাচ্ছি। কাজের চাপ, অমীমাংসিত বেতন চুক্তি এবং অনিশ্চয়তা পরিস্থিতিকে আরও কঠিন করে তুলছে।”
তবে নিয়োগপ্রাপ্ত নতুন সদস্য কিছুটা ঘাটতি পূরণ করছে
এই সংকটের মাঝেও নতুন অফিসার নিয়োগ বাহিনীর সক্ষমতা ধরে রাখতে সহায়তা করেছে। চলতি বছর এনওয়াইপিডিতে ২,৯১১ জন নতুন পুলিশ সদস্য যোগ দিয়েছেন, যা ২০০৬ সালের পর এক বছরে সর্বোচ্চ নিয়োগ। ডিসেম্বরেও আরেক ধাপ নিয়োগের পরিকল্পনা রয়েছে।
বর্তমানে এনওয়াইপিডিতে ৩৩,৭৪৫ জন ইউনিফর্মধারী কর্মকর্তা কর্মরত আছেন। যা গত বছরের তুলনায় কিছুটা কম। স্বাধীন বাজেট অফিসের তথ্য অনুযায়ী, ২০০০ সালে এনওয়াইপিডির সর্বোচ্চ কর্মী সংখ্যা ছিল ৪০,২৮৫ জন।
দায়িত্ব নেওয়ার পর কী করবেন মামদানি
অবশ্য জোরান মামদানি এখনো আনুষ্ঠানিকভাবে কোনো পুলিশ সংস্কার নীতি ঘোষণা করেননি। তবে তাঁর নির্বাচনী প্রচারণায় সামাজিক ও অর্থনৈতিক ন্যায়বিচার এবং পুলিশ জবাবদিহিতার বিষয়গুলো গুরুত্ব পেয়েছিল। তাই দায়িত্ব গ্রহণের পর পুলিশ বিভাগে পরিবর্তন আসবে কি না, সে দিকেই এখন নজর শহরবাসীর।
প্রধান সম্পাদক ঃ আবুবকর সিদ্দিক সুমন , নির্বাহী সম্পাদকঃ রুবেল হাসনাইন , বার্তা সম্পাদক ঃ মিসবাহ উদ্দিন
গুলশান, ঢাকা-১২১৬, বাংলাদেশ। ইমেইলঃ admin@sylhet21.com,sylhet21.com@gmail.com মোবাইলঃ +1586 665 4225