সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার টাঙ্গুয়ার হাওরে মা বাবা সঙ্গে ঘুরতে এসে পর্যটকবাহী নৌকা থেকে পানিতে পড়ে মাসুম (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
নিহত মাসুম সিলেট নগরীর শেখঘাট এলাকার কবির আহমেদের ছেলে।
জানা যায়, মাসুমের বাবা কবির আহমেদ সিলেট থেকে স্বপরিবারে এসেছিলেন টাংগুয়ার হাওর দেখতে আসেন। শুক্রবার দুপুর ১২টার দিকে টাংগুয়ার হাওর এলাকায় মাসুম নৌকা থেকে পড়ে যায় পরে খবর পেয়ে ফায়ার সার্ভিস, পুলিশ ও স্থানীয়রা উদ্ধার অভিযান পরিচালিত করে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স তাহিরপুর স্টেশন অফিসার মো. ফরিদ হোসেনের নেতৃত্ব ডুবুরিদল বিকেল সাড়ে ৪ টার দিকে তার মৃতদেহ উদ্ধার করে।
তাহিরপুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ দেলোয়ার হোসেন এ সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, নিহত শিশুর লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
প্রধান সম্পাদকঃ আবুবকর সিদ্দিক সুমন। নির্বাহী সম্পাদকঃ রুবেল হাসনাইন। বার্তা সম্পাদকঃ রুমি বরুয়া।
গুলশান, ঢাকা-১২১৬, বাংলাদেশ। ইমেইলঃ admin@sylhet21.com,sylhet21.com@gmail.com মোবাইলঃ +1586 665 4225
©২০২৫ সিলেট ২১ সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Developed Success Life IT