০৮:৩২ অপরাহ্ন, রবিবার, ১৩ জুলাই ২০২৫

টাঙ্গুয়ার হাওরে হাউসবোটের ‘প্রবেশদ্বারে’ প্রশাসনের লাল নিশান

সিলেট ব্যুরো
  • আপডেট সময়ঃ ১২:৫৯:৪৬ অপরাহ্ন, রবিবার, ১৩ জুলাই ২০২৫
  • / ৫ বার পড়া হয়েছে।

টাঙ্গুয়ার হাওরে জীববৈচিত্র্য রক্ষায় হাওরের প্রবেশদ্বার খ্যাত কোরজোন এলাকায় পর্যটকবাহী হাউসবোটের প্রবেশ সীমিতকরণে বাঁশের বেড়া ও লাল নিশান টানিয়ে দেওয়া হয়েছে।

শুক্র ও শনিবার তাহিরপুর উপজেলা প্রশাসন এই এলাকায় পর্যটকদের প্রবেশকালে করণীয় ও বর্জনীয় বিষয়ক বিভিন্ন লেখাসহ সাইনবোর্ড স্থানে স্থানে টানিয়ে দেওয়া হয়।
সুনামগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ ইলিয়াস মিয়ার নির্দেশে তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল হাসেম এমন উদ্যোগ নেন। দু’দিনব্যপী এ নির্মাণকাজের সময় উপস্থিত ছিলেন টাঙ্গুয়ার হাওর কেন্দ্রীয় সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতির সভাপতি মোস্তফা মিয়া, কোষাধ্যক্ষ আবুল কালাম আজাদ, সাবেক সাধারণ সম্পাদক নুর আলম, সাংবাদিক আহাম্মদ কবীর ও স্থানীয় লোকজন।

টাঙ্গুয়ার হাওরে এমন ব্যতিক্রমী উদ্যোগ হাওরের জীববৈচিত্র্য রক্ষায় ইতিবাচক ভূমিকা রাখবে বলে মনে করে টাঙ্গুয়ার হাওরপাড়ের সচেতন মহল।

এর আগে গত ২৩ জুন টাঙ্গুয়ার হাওরের ওয়াচ টাওয়ার ও আশপাশ এলাকায় হাউসবোট প্রবেশে নিষেধাজ্ঞা জারি করে সুনামগঞ্জ জেলা প্রশাসন। হাওরের বাইরে হাউসবোট রেখে ছোট হাতে বাওয়া নৌকায় হাওরে ঘুরে বেড়ানোর পরামর্শ দেওয়া হয়।

পরিবেশ ও হাওর উন্নয়ন সংস্থার সভাপতি কাসমির রেজা বলেন, হাওরপাড়ের সচেতন মহলের দীর্ঘদিনের দাবি পর্যটকবাহী হাউসবোট যেন হাওরের কোরজোন (সংরক্ষিত) এরিয়ার প্রবেশ করতে না পারে। সেজন্য হাওরের সীমানা নির্ধারণ করা জরুরি ছিল। কিছুদিন আগে জেলা প্রশাসন নিষেধাজ্ঞা দেয়। কিন্তু কোনো বাধা না থাকায় অনেক হাউসবোট ভেতরে প্রবেশ করতে দেখা গেছে। এখন বাঁশের বেড়া দিয়ে সীমানা নির্ধারণ করায় কাজ হবে বলে আশা করা যায়।

এ বিষয়ে তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল হাসেম বলেন, জেলা প্রশাসকের নির্দেশে টাঙ্গুয়ার হাওরের পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় হাউসবোট যেন হাওরের কোরজোন এরিয়ায় প্রবেশ করতে না পারে তাই বাঁশের বেড়া দিয়ে সীমানা নির্ধারণ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন
ট্যাগসঃ

বিস্তারিত লিখুনঃ

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

টাঙ্গুয়ার হাওরে হাউসবোটের ‘প্রবেশদ্বারে’ প্রশাসনের লাল নিশান

আপডেট সময়ঃ ১২:৫৯:৪৬ অপরাহ্ন, রবিবার, ১৩ জুলাই ২০২৫

টাঙ্গুয়ার হাওরে জীববৈচিত্র্য রক্ষায় হাওরের প্রবেশদ্বার খ্যাত কোরজোন এলাকায় পর্যটকবাহী হাউসবোটের প্রবেশ সীমিতকরণে বাঁশের বেড়া ও লাল নিশান টানিয়ে দেওয়া হয়েছে।

শুক্র ও শনিবার তাহিরপুর উপজেলা প্রশাসন এই এলাকায় পর্যটকদের প্রবেশকালে করণীয় ও বর্জনীয় বিষয়ক বিভিন্ন লেখাসহ সাইনবোর্ড স্থানে স্থানে টানিয়ে দেওয়া হয়।
সুনামগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ ইলিয়াস মিয়ার নির্দেশে তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল হাসেম এমন উদ্যোগ নেন। দু’দিনব্যপী এ নির্মাণকাজের সময় উপস্থিত ছিলেন টাঙ্গুয়ার হাওর কেন্দ্রীয় সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতির সভাপতি মোস্তফা মিয়া, কোষাধ্যক্ষ আবুল কালাম আজাদ, সাবেক সাধারণ সম্পাদক নুর আলম, সাংবাদিক আহাম্মদ কবীর ও স্থানীয় লোকজন।

টাঙ্গুয়ার হাওরে এমন ব্যতিক্রমী উদ্যোগ হাওরের জীববৈচিত্র্য রক্ষায় ইতিবাচক ভূমিকা রাখবে বলে মনে করে টাঙ্গুয়ার হাওরপাড়ের সচেতন মহল।

এর আগে গত ২৩ জুন টাঙ্গুয়ার হাওরের ওয়াচ টাওয়ার ও আশপাশ এলাকায় হাউসবোট প্রবেশে নিষেধাজ্ঞা জারি করে সুনামগঞ্জ জেলা প্রশাসন। হাওরের বাইরে হাউসবোট রেখে ছোট হাতে বাওয়া নৌকায় হাওরে ঘুরে বেড়ানোর পরামর্শ দেওয়া হয়।

পরিবেশ ও হাওর উন্নয়ন সংস্থার সভাপতি কাসমির রেজা বলেন, হাওরপাড়ের সচেতন মহলের দীর্ঘদিনের দাবি পর্যটকবাহী হাউসবোট যেন হাওরের কোরজোন (সংরক্ষিত) এরিয়ার প্রবেশ করতে না পারে। সেজন্য হাওরের সীমানা নির্ধারণ করা জরুরি ছিল। কিছুদিন আগে জেলা প্রশাসন নিষেধাজ্ঞা দেয়। কিন্তু কোনো বাধা না থাকায় অনেক হাউসবোট ভেতরে প্রবেশ করতে দেখা গেছে। এখন বাঁশের বেড়া দিয়ে সীমানা নির্ধারণ করায় কাজ হবে বলে আশা করা যায়।

এ বিষয়ে তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল হাসেম বলেন, জেলা প্রশাসকের নির্দেশে টাঙ্গুয়ার হাওরের পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় হাউসবোট যেন হাওরের কোরজোন এরিয়ায় প্রবেশ করতে না পারে তাই বাঁশের বেড়া দিয়ে সীমানা নির্ধারণ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন