টেকসই বিশ্ব গড়তে উচ্চশিক্ষায় গবেষণা একটি মৌলিক বিষয়: ড. তাজ উদ্দিন

- আপডেট সময়ঃ ০৯:০০:৩৮ অপরাহ্ন, সোমবার, ১১ অগাস্ট ২০২৫
- / ৪৫ বার পড়া হয়েছে।

শিক্ষার্থীদেরকে গবেষণা কার্যক্রমে সম্পৃক্ত করণ এবং বৃদ্ধির লক্ষ্যে লিডিং ইউনিভার্সিটি রিসার্চ সোসাইটির (LURS) উদ্যোগে “LURS 2nd Students Research Conference 2025” অনুষ্ঠিত হয়েছে। লিডিং ইউনিভার্সিটির ক্যাম্পাসে অনুষ্ঠিত এ সম্মেলনে “Building a Sustainable World: Tackling Barriers and Exploring New Ideas” শীর্ষক বিষয়ে বিভিন্ন সরকারি এবং বেসরকারি বিশ্ববিদ্যালয়ের তরুণ গবেষকরা তাদের ধারণা এবং উদ্ভাবন উপস্থাপন করেন।
এবারের সম্মেলনে অ্যাবস্ট্রাক্ট প্রেজেন্টেশনে প্রথম স্থান অর্জন করেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ফিশ বায়োলজি অ্যান্ড জেনেটিক্স বিভাগের শিক্ষার্থী তন্ময় গুপ্ত, যার গবেষণার শিরোনাম ছিল “Contamination Profile of Heavy Metals in a Tropical Wetland Ecosystem: Implication for Sustainability and Resource Conservation”। দ্বিতীয় স্থান অর্জন করেন লিডিং ইউনিভার্সিটির ইংরেজি বিভাগের শিক্ষার্থী তোহফা হোসেইন নোভা, যার গবেষণার শিরোনাম ছিল “Narrative Empires: From British Africa to U.S. Afghanistan Colonial Storytelling”.
পোস্টার প্রেজেন্টেশনে প্রথম স্থান অর্জন করেন লিডিং ইউনিভার্সিটির সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী শৌনক ধর আবির, যার পোস্টারের শিরোনাম ছিল “Reclaiming the Depths: Sustainable Repurposing of Abandoned Subsurface Wells for Future Energy and Environmental Solutions”। দ্বিতীয় স্থান অর্জন করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশবিদ্যা বিভাগের শিক্ষার্থী নার্গিস আক্তার, যার পোস্টারের শিরোনাম ছিল “Malnutrition and Its Social Consequences: Evidence from Urban Slum Areas of Chittagong City, Bangladesh — A Cross-Sectional Study”।
বিশ্ববিদ্যালয়ের গ্যালারী-১ এ কনফারেন্সের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লিডিং ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান দানবীর ড. সৈয়দ রাগীব আলী এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ট্রাস্টি বোর্ডের ভাইস চেয়ারম্যান সৈয়দ আব্দুল হাই।
শিক্ষকদের পাশাপাশি শিক্ষার্থীদেরকেও গবেষণায় সম্পৃক্ত করতে হবে উল্লেখ করে এসময় দানবীর ড. সৈয়দ রাগীব আলী বলেন, গবেষণা একটি সর্বজনীন বিষয়। বিজ্ঞান, চিকিৎসা, শিল্প থেকে শুরু করে বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক প্রতিষ্ঠানে বর্তমানে দক্ষ গবেষকের চাহিদা ব্যাপক। চাকরি, প্রমোশনে যেমন গবেষণা ভূমিকা রাখে তেমনি উচ্চমানসম্পন্ন চাকরি পেতে হলে এবং পেশাগত জীবনে সফলতা অর্জন করতে হলে ছাত্রজীবন থেকেই গবেষণার খুঁটিনাটি বিষয়ে জ্ঞানার্জন করা জরুরি। তিনি এ সম্মেলনে অংশগ্রহণকারী সকল শিক্ষার্থীকে লিডিং ইউনিভার্সিটির ক্যাম্পাসে এসে একটি গুরুত্বপূর্ণ বিষয়ে নিজেদের মতামত তুলে ধরার জন্য ধন্যবাদ জানান।
একটি টেকসই বিশ্ব গড়ে তুলতে নতুন নতুন ধারণা অন্বেষণে উচ্চশিক্ষায় গবেষণা একটি মৌলিক বিষয় উল্লেখ করে উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ তাজ উদ্দিন বলেন, গবেষণা একজন শিক্ষার্থীকে কোনো বিষয়ে গভীরভাবে চিন্তা করতে শেখায় এবং কোনো সমস্যার অন্তরালে কী কী অন্তর্নিহিত কারণ বিদ্যমান তা অনুসন্ধান করতে শেখায়। সুতরাং যখন কোনো শিক্ষার্থী গবেষণার জ্ঞান অর্জন করবে বা গবেষণাকর্ম পরিচালনা করবে, নিঃসন্দেহে তার মধ্যে যেকোনো ধরনের সমস্যা চিহ্নিত করা এবং তার সমাধান খুঁজে বের করার দক্ষতা বৃদ্ধি পাবে। একজন সাধারণ শিক্ষার্থীর তুলনায় নিঃসন্দেহে একজন গবেষণার শিক্ষার্থী বেশি উদ্ভাবনী ক্ষমতাসম্পন্ন এবং সৃজনশীল হয়ে থাকে।
তিনি আরো বলেন, বাংলাদেশে এখনো গবেষণার বহুবিধ সীমাবদ্ধতা লক্ষ করা যায়। ছাত্র-ছাত্রীদেরকে এখনো গবেষণামুখী করে গড়ে তোলা যায়নি। এজন্য আমাদের প্রচলিত শিক্ষাব্যবস্থায় আরও ব্যাপক পরিবর্তন এবং উন্নয়ন দরকার। একই সঙ্গে শিক্ষা, বিজ্ঞান ও গবেষণাকে গুরুত্ব দিয়ে গবেষণাবিষয়ক বিভিন্ন ধরনের সেমিনার ও কনফারেন্সের মাধ্যমে শিক্ষক, শিক্ষার্থী এবং অভিভাবকদের মধ্যে গবেষণা বিষয়ে সচেতনতা এবং উৎসাহ সৃষ্টি করতে হবে। পরিশেষে তিনি এ সম্মেলনের আয়োজন করার জন্য লিডিং ইউনিভার্সিটি রিসার্চ সোসাইটিকে ধন্যবাদ জ্ঞাপন করেন।
অনুষ্ঠানে আরো বক্তব্য প্রদান করেন লিডিং ইউনিভার্সিটির ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন এবং সেন্টার ফর রিসার্চ ইনোভেটিভ স্টাডিজ এন্ড প্লানিং এর উপদেষ্টা প্রফেসর ড. বশির আহমেদ ভূঁইয়া, আধুনিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ কামরুজ জামান ভূঁইয়া, কলা ও আধুনিক ভাষা অনুষদের ডিন এবং লিডিং ইউনিভার্সিটি কোয়ালিটি অ্যাসিউরেন্স সেলের পরিচালক ড. মো. রেজাউল করিম এবং লিডিং ইউনিভার্সিটি রিসার্চ সোসাইটির উপদেষ্টা ড. সাফকাত কিবরিয়া।
সম্মেলনে আরো উপস্থিত ছিলেন লিডিং ইউনিভার্সিটি রিসার্চ সোসাইটির প্রতিষ্ঠাতা সভাপতি আব্দুছ সামাদ সুমু। উনার উপস্থিতি অংশগ্রহণকারী এবং আয়োজকদের উভয়কেই অনুপ্রাণিত করেছিল।
সকল শিক্ষার্থীর সক্রিয় অংশগ্রহণ এবং উপদেষ্টা ড.শাফকাত কিবরিয়া এবং সহ-উপদেষ্টা মো. জামানের রহমানের নিরলস প্রচেষ্টা ছাড়া এই গৌরবময় অনুষ্ঠানের সাফল্য সম্ভব হতো না।
সম্মেলনের সাফল্য আয়োজক দল এবং স্বেচ্ছাসেবকদের অক্লান্ত নিষ্ঠার ফল, যার নেতৃত্বে ছিলেন, সম্মেলনের সভাপতি দীপংকর দেব, সম্মেলনের আহ্বায়ক রায়হান আহমেদ এবং সম্মেলনের সহ-আহ্বায়ক
মো. মাজীদুল ইসলাম রাহাত।
এই সম্মেলনটি ধারণা বিনিময়, সহযোগিতা বৃদ্ধি এবং পরবর্তী প্রজন্মের গবেষকদের একটি টেকসই বিশ্ব গঠনে অবদান রাখার জন্য অনুপ্রাণিত করার জন্য একটি প্রাণবন্ত প্ল্যাটফর্ম হিসেবে কাজ করেছে। চিন্তা-উদ্দীপক উপস্থাপনা, প্রভাবশালী আলোচনা এবং উদ্ভাবনের চেতনার মাধ্যমে, LURSSRC-2025 লিডিং ইউনিভার্সিটিতে একাডেমিক উৎকর্ষতার জন্য একটি নতুন মানদণ্ড স্থাপন করেছে। লিডিং ইউনিভার্সিটি রিসার্চ সোসাইটি আগামী বছরগুলিতে জ্ঞান, সৃজনশীলতা এবং ইতিবাচক পরিবর্তনের এই যাত্রা অব্যাহত রাখবে।