০২:২২ পূর্বাহ্ন, সোমবার, ০৭ জুলাই ২০২৫

ডাল রান্না নিয়ে তর্ক, ভগ্নিপতিকে কোপালেন শ্যালকরা

লক্ষ্মীপুর প্রতিনিধি:
  • আপডেট সময়ঃ ১০:২৫:১৫ অপরাহ্ন, রবিবার, ৬ জুলাই ২০২৫
  • / ৬ বার পড়া হয়েছে।

ডাল রান্না নিয়ে স্ত্রীর সঙ্গে তর্কের জেরে ভগ্নিপতিকে পিটিয়ে ও কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে শ্যালকদের বিরুদ্ধে। শনিবার (৫ জুলাই) সকাল ১০টার দিকে লক্ষ্মীপুরের রায়পুরের দক্ষিণ গাইয়ার চর গ্রামে এ ঘটনা ঘটে।

আহত ইয়ামিন ছকিদারকে ঢাকার একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার মাথা-হাতসহ শরীরের বিভিন্ন অংশে জখমের চিহ্ন রয়েছে।

স্থানীয়রা জানান, সামাজিকভাবে প্রায় ১৩ দিন আগে ইয়ামিন ছকিদার পাশের ক্যাম্পের হাট এলাকার রুমা আক্তারকে বিয়ে করেন। তাদের সংসারে দুই ছেলে-মেয়ে। ইয়ামিন নিজের পানেরবরজ ও গরু লালন-পালন করেন। পারিবারিক বিষয় নিয়ে প্রায়ই স্বামী-স্ত্রীর মধ্যে কথা কাটাকাটি হয়।

সবশেষ শনিবার সকালে ইয়ামিন বাজার থেকে ডাল এনে রান্না করতে দেন। এতে স্ত্রী রাজি হননি। এ নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। এরপর তিনি সন্তানদের রেখে বাবার বাড়ি চলে যান।

 

পরে শ্যালক ইউসুফ ও ইসমাইল হোসেন ইয়ামিনের বাড়ি যান। তারা সন্তানদের এক রুমে রেখে ইয়ামিনকে অন্য রুমে নিয়ে দরজা বন্ধ করে পিটিয়ে ও কুপিয়ে জখম করেন। পরে দরজা বাইরে থেকে বন্ধ করে চলে যান তারা।

এ বিষয়ে অভিযুক্ত ইউসুফ ও ইসমাইল হোসেনের বক্তব্য জানা যায়নি। তবে তাদের ঘনিষ্ঠ এক ব্যক্তি জানিয়েছেন, পারিবারিক কলহের জেরে ঘটনাটি ঘটেছে।

দক্ষিণচর আবাবিল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরে আলম জিকু হাওলাদার বলেন, ঘটনাটি কেউ আমাকে জানায়নি। তবে ফেসবুকে দেখেছি।

 

এ বিষয়ে হায়দারগঞ্জ পুলিশ ফাঁড়ির পরিদর্শক আবুল কালাম আজাদ বলেন, ঘটনাটি আমার জানা নেই। আহতের পরিবার থেকে অভিযোগ করলে দেখবো।

নিউজটি শেয়ার করুন
ট্যাগসঃ

বিস্তারিত লিখুনঃ

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

আপলোডকারীর তথ্য

ডাল রান্না নিয়ে তর্ক, ভগ্নিপতিকে কোপালেন শ্যালকরা

আপডেট সময়ঃ ১০:২৫:১৫ অপরাহ্ন, রবিবার, ৬ জুলাই ২০২৫

ডাল রান্না নিয়ে স্ত্রীর সঙ্গে তর্কের জেরে ভগ্নিপতিকে পিটিয়ে ও কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে শ্যালকদের বিরুদ্ধে। শনিবার (৫ জুলাই) সকাল ১০টার দিকে লক্ষ্মীপুরের রায়পুরের দক্ষিণ গাইয়ার চর গ্রামে এ ঘটনা ঘটে।

আহত ইয়ামিন ছকিদারকে ঢাকার একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার মাথা-হাতসহ শরীরের বিভিন্ন অংশে জখমের চিহ্ন রয়েছে।

স্থানীয়রা জানান, সামাজিকভাবে প্রায় ১৩ দিন আগে ইয়ামিন ছকিদার পাশের ক্যাম্পের হাট এলাকার রুমা আক্তারকে বিয়ে করেন। তাদের সংসারে দুই ছেলে-মেয়ে। ইয়ামিন নিজের পানেরবরজ ও গরু লালন-পালন করেন। পারিবারিক বিষয় নিয়ে প্রায়ই স্বামী-স্ত্রীর মধ্যে কথা কাটাকাটি হয়।

সবশেষ শনিবার সকালে ইয়ামিন বাজার থেকে ডাল এনে রান্না করতে দেন। এতে স্ত্রী রাজি হননি। এ নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। এরপর তিনি সন্তানদের রেখে বাবার বাড়ি চলে যান।

 

পরে শ্যালক ইউসুফ ও ইসমাইল হোসেন ইয়ামিনের বাড়ি যান। তারা সন্তানদের এক রুমে রেখে ইয়ামিনকে অন্য রুমে নিয়ে দরজা বন্ধ করে পিটিয়ে ও কুপিয়ে জখম করেন। পরে দরজা বাইরে থেকে বন্ধ করে চলে যান তারা।

এ বিষয়ে অভিযুক্ত ইউসুফ ও ইসমাইল হোসেনের বক্তব্য জানা যায়নি। তবে তাদের ঘনিষ্ঠ এক ব্যক্তি জানিয়েছেন, পারিবারিক কলহের জেরে ঘটনাটি ঘটেছে।

দক্ষিণচর আবাবিল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরে আলম জিকু হাওলাদার বলেন, ঘটনাটি কেউ আমাকে জানায়নি। তবে ফেসবুকে দেখেছি।

 

এ বিষয়ে হায়দারগঞ্জ পুলিশ ফাঁড়ির পরিদর্শক আবুল কালাম আজাদ বলেন, ঘটনাটি আমার জানা নেই। আহতের পরিবার থেকে অভিযোগ করলে দেখবো।

নিউজটি শেয়ার করুন