সিলেট ডায়াবেটিক হসপিটালের উন্নয়নের জন্য ফুলকলির পক্ষ থেকে নগদ এক লক্ষ টাকা অনুদান দেওয়া হয়েছে। বৃহস্পতিবার বিকেলে সিলেট সিটি কর্পোরেশনে সাবেক মেয়র আরিফুল হক চৌধুরীর হাতে এ অনুদান তুলে দেন ফুলকলির কতৃপক্ষ।
এসময় উপস্থিত ছিলেন ডা. জহিরুল হক অচীনপুরি, ডা. এটিএম জাফর, ডা. নীহারেন্দু দাশ, ছাতক উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান চৌধুরী মিজান সহ অনেকে।
এসময় আরিফুল হক চৌধুরী সকলের সহযোগিতা কামনা করে বলেন, হাসপাতালটি নিজেই অসুস্থ হয়ে পড়েছে। এর জন্য সকলে এগিয়ে আসতে হবে। তিনি বলেন, ডায়াবেটিক হাসপাতাল সত্যিকার অর্থে মোহনীয় রূপে রূপান্তর করতে সমাজের বিত্তবানদের সহযোগিতা প্রয়োজন। সবাই এগিয়ে আসলে হাসপাতালটি মডেল হাসপাতালে পরিণত করা যাবে।
প্রধান সম্পাদকঃ আবুবকর সিদ্দিক সুমন। নির্বাহী সম্পাদকঃ রুবেল হাসনাইন। বার্তা সম্পাদকঃ মিসবাহ উদ্দিন
গুলশান, ঢাকা-১২১৬, বাংলাদেশ। ইমেইলঃ admin@sylhet21.com,sylhet21.com@gmail.com মোবাইলঃ +1586 665 4225
©২০২৫ সিলেট ২১ সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Developed Success Life IT