বাগমারা উপজেলায় ডিমের দাম কম হওয়ায় পোল্ট্রি খামারিরা মানববন্ধন কর্মসূচি পালন ও প্রতিবাদ মিছিল করেছেন, যা এই অঞ্চলের খামারিদের দীর্ঘদিনের সমস্যার একটি অংশ।
সারাদেশের মতো রাজশাহীর বাগমারা অঞ্চলেও ডিমের উৎপাদন খরচ অনুযায়ী ন্যায্যমূল্য না পাওয়ায় খামারিরা লোকসানের মুখে পড়ছেন। প্রায়শই দেখা যায়, খামার পর্যায়ে ডিমের দাম কম থাকলেও মধ্যস্বত্বভোগীদের কারণে ভোক্তাপর্যায়ে দাম বেশি থাকে, যার ফলে খামারিরা ক্ষতিগ্রস্ত হন। এই বাজারের অস্থিরতা এবং সিন্ডিকেটের কারণে অনেক প্রান্তিক খামারি ব্যবসা ছেড়ে দিতে বাধ্য হচ্ছেন।
হাট গাঙ্গোপাড়া বাজারে বৃহস্পতিবার (৪ই ডিসেম্বর) বিকেলে তেঁতুলতলা মোড়ে এ কর্মসূচিতে শতাধিক খামারি অংশ নেন। হাটগাঙ্গোপাড়া পুলিশ তদন্ত কেন্দ্র থেকে মিছিল শুরু করে হাটগাঙ্গোপাড়ার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে তেঁতুলতলা মোড়ে সমাবেশে মিলিত হন।
হাট গাঙ্গো পাড়া খামার মালিক সমিতি আয়োজিত এ প্রতিবাদ সমাবেশে বক্তারা অভিযোগ করেন, মুরগির বাচ্চার দাম, খাদ্যের দাম, ঔষধের দামসহ উৎপাদন ব্যয় বেড়ে গেলেও ডিমের দাম বেড়ে না যাওয়ায় খামারিরা চরম ক্ষতির মুখে পড়েছেন।
তাঁরা জানান, পাইকারি বাজারে একটি শক্তিশালী সিন্ডিকেট খামারিদের কাছ থেকে অল্প দামে ডিম কিনে বেশি দামে ভোক্তা পর্যায়ে বিক্রি করছে। এতে খামারিরা উৎপাদন খরচই তুলতে পারছেন না। তাঁরা উল্লেখ করেন, খামারিদের কাছে প্রতি পিস ডিম ক্রয় করা হচ্ছে সাত টাকা ত্রিশ পয়সা দরে আর ভোক্তা পর্যায়ে ব্যবসায়ীরা তা বিক্রি করছে দশ থেকে এগারো টাকা মূল্যে।
প্রধান সম্পাদক ঃ আবুবকর সিদ্দিক সুমন , নির্বাহী সম্পাদকঃ রুবেল হাসনাইন , বার্তা সম্পাদক ঃ মিসবাহ উদ্দিন
গুলশান, ঢাকা-১২১৬, বাংলাদেশ। ইমেইলঃ admin@sylhet21.com,sylhet21.com@gmail.com মোবাইলঃ +1586 665 4225