বিএনপিন্থি চিকিৎসকদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)-এর নির্বাচনে ডা. হারুন-ডা. শাকিল পরিষদ পূর্ণ প্যানেলে জয়ী হয়েছে।
শনিবার (৯ আগস্ট) রাজধানীর উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজে বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ শেষে রাত ১টার দিকে তিন সদস্যের নির্বাচন কমিশন এই ফলাফল ঘোষণা করে।
নির্বাচনে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন অধ্যাপক ডা. অধ্যাপক ডা. হারুন আল রশীদ। তিনি ভোট পেয়েছেন ১৩৬৯। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী অধ্যাপক ডা. এ.কে.এম আজিজুল হক ভোট পেয়েছেন ১২০২।
সিনিয়র সহ-সভাপতি পদে ১৩৩০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন ডা. আবুল কেনান। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ডা . সাইফ উদ্দিন নিসার আহমেদ তুষাণ ভোট পেয়েছেন ১২৩৩।
মহাসচিব নির্বাচিত হয়েছেন ডা. জহিরুল ইসলাম শাকিল। তিনি ভোট পেয়েছেন ১৪৫৮। এই পদে অন্য দুই প্রতিদ্বন্দ্বীর মধ্যে ডা আব্দুস শাকুর খান ১০৭৯ ও ডা. নাজমুল হুদা বিপ্লব ২৩ ভোট পেয়েছেন।
কোষাধ্যক্ষ পদে ডা. মেহেদী হাসান ১৩১২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ডা. তৌহিদ উল ইসলাম জন ভোট পেয়েছেন ১২৫৯।
সিনিয়র যুগ্ম-মহাসচিব পদে নির্বাচিত হয়েছেন ডা. একেএম খালেকুজ্জামান দিপু। তিনি ভোট পেয়েছেন ১৩১৬। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ডা. আবু মো. আহসান ফিরোজ ভোট পেয়েছেন ১২৪৯।
নির্বাচনে মোট ভোটার ছিলেন ৩১১৭ জন। ভোট দিয়েছেন ২৬০০ জন। তিন সদস্যের নির্বাচন কমিশনের প্রধান ছিলেন বিজন কান্তি সরকার এবং কমিশনের সদস্য ছিলেন অধ্যাপক ড. মামুন আহমেদ ও ড. এবিএম ওবায়দুল ইসলাম।
প্রধান সম্পাদক ঃ আবুবকর সিদ্দিক সুমন , নির্বাহী সম্পাদকঃ রুবেল হাসনাইন , বার্তা সম্পাদক ঃ মিসবাহ উদ্দিন
গুলশান, ঢাকা-১২১৬, বাংলাদেশ। ইমেইলঃ admin@sylhet21.com,sylhet21.com@gmail.com মোবাইলঃ +1586 665 4225