ড. এম. আর. কবির ডিআইইউ’র উপাচার্য হওয়ায় লিডিং ইউনিভার্সিটির অভিনন্দন

- আপডেট সময়ঃ ০৪:৪২:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ অগাস্ট ২০২৫
- / ৫৪ বার পড়া হয়েছে।

লিডিং ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ড ও একাডেমিক কাউন্সিলের সদস্য প্রফেসর ড. এম. আর. কবির ড্যাফোডিল ইন্টরন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য হিসেবে নিয়োগ পাওয়ায় তাঁকে অভিনন্দন জানিয়েছেন লিডিং ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান দানবীর ড. সৈয়দ রাগীব আলী এবং বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ তাজ উদ্দিন।
একইসাথে রয়্যাল ইউনিভার্সিটি ঢাকা’র উপাচার্য (ডেজিগনেটেড) হিসেবে দায়িত্ব পালনের জন্য লিডিং ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ড ও একাডেমিক কাউন্সিলের সদস্য প্রফেসর ড. এ. এন.এম. মেশকাত উদ্দিনকেও ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের বোর্ডরুমে অনুষ্ঠিত অর্থ কমিটির সভা শেষে তাঁদেরকে এ ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়। এসময় বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের ভাইস চেয়ারম্যান সৈয়দ আব্দুল হাই, আধুনিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ কামরুজ জামান ভূঁইয়া, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. মফিজুল ইসলাম, ট্রাস্টি বোর্ডের সচিব ইঞ্জিনিয়ার মো. লুৎফর রহমান, পরিচালক অর্থ ও হিসাব মোহাম্মদ কবির আহমেদ এবং ব্যবসায় প্রশাসন বিভাগের বিভাগীয় প্রধান ড. মোহাম্মদ শাহানশাহ মোল্লা উপস্থিত ছিলেন।