সিলেটের গোলাপগঞ্জে ড. সৈয়দ মকবুল হোসেন উচ্চ বিদ্যালয় ও কলেজের এডহক কমিটি অনুমোদন করা হয়েছে। বুধবার (১৬ এপ্রিল) মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, সিলেটের চেয়ারম্যানের আদেশে কলেজ পরিদর্শক প্রফেসর ড. সৈয়দ মোয়াজ্জম হুসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে আগামী ৬ মাসের জন্য এড হক কমিটির অনুমোদন করা হয়।
কমিটিতে ড. সৈয়দ মকবুল হোসেন উচ্চ বিদ্যালয় ও কলেজের প্রতিষ্ঠাতার মেয়ে সৈয়দ আদিবা হোসেনকে সভাপতি করা হয়। কমিটির অন্যান্যরা হলেন শিক্ষক প্রতিনিধি আশরাফ উদ্দিন, অভিবাবক প্রতিনিধি মোঃ রুহেল আহমদ, সদস্য সচিব কলেজের অধ্যক্ষ অসিম চন্দ পাল।
এদিকে বৃহস্পতিবার দুপুরে এড হক কমিটির নব নির্বাচিত সভাপতি সৈয়দ আদিবা হোসেন কলেজ পরিদর্শনে আসেন। এসময় তিনি কলেজের অধ্যক্ষ ও শিক্ষকবৃন্দের সাথে মতবিনিময় করেন। এছাড়াও শিক্ষার্থীদের পড়ালেখার খোঁজখবর নেন।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন নব নির্বাচিত এড হক কমিটির অভিবাবক সদস্য, আমুড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান রুহেল আহমদ, শিক্ষক প্রতিনিধি আশরাফ উদ্দিন, সদস্য সচিব, কলেজের অধ্যক্ষ অসিম চন্দ পাল, আমুড়া ইউপি সদস্য আব্দুল গফফার কুটি প্রমুখ।
প্রধান সম্পাদকঃ আবুবকর সিদ্দিক সুমন। নির্বাহী সম্পাদকঃ রুবেল হাসনাইন। বার্তা সম্পাদকঃ রুমি বরুয়া।
গুলশান, ঢাকা-১২১৬, বাংলাদেশ। ইমেইলঃ admin@sylhet21.com,sylhet21.com@gmail.com মোবাইলঃ +1586 665 4225
©২০২৫ সিলেট ২১ সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Developed Success Life IT