তরুণদের নেতৃত্বে নতুন রাজনীতি তৈরি করতে চাই বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।
শুক্রবার (২৫ জুলাই) বিকেল ৫টায় সুনামগঞ্জ থেকে সিলেট শহরের পথে ‘জুলাই পদযাত্রা’ নিয়ে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) প্রধান ফটকে এক সংক্ষিপ্ত পথসভায় এসব কথা বলেন তিনি।
সমাবেশে নাহিদ ইসলাম বলেন, বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের নির্বাচনের দ্রুত ব্যবস্থা করতে হবে। বিশ্ববিদ্যালয়গুলোতে ঠিকমতো খাবার থাকতে হবে। লাইব্রেরিতে পর্যাপ্ত বই থাকবে। বিশ্ববিদ্যালয়গুলোতে অ্যাকাডেমিক পরিবেশ নিশ্চিত করতে হবে।
তিনি বলেন, 'জুলাই অভ্যুত্থানে শাবিপ্রবি অসীম সাহসিকতা দেখিয়েছিলো। এখান থেকে লড়াই পুরো সিলেটে ছড়িয়ে পড়ে। এই আন্দোলনে বিশ্ববিদ্যালয়গুলো একেকটা দুর্গ হয়ে উঠেছিলো। এই একবছরে আমাদের অনেক চাওয়া-পাওয়া পূরণ হয়নি। তবে দেশে গণতন্ত্র ও মানবাধিকারের একটি পরিবেশ তৈরি হয়েছে। অনেক কিছু সংস্থার হচ্ছে।'
তিনি আরও বলেন, জুলাই পরবর্তী নতুন বাংলাদেশে কেউ প্রশ্নের ঊর্ধ্বে নয়। সবার সমালোচনা মাথায় নিয়ে তরুণদের নেতৃত্বে নতুন রাজনীতি তৈরি করতে চাই।
সমাবেশে বক্তব্য শেষে নাহিদ ইসলামকে জাতীয় পতাকা পড়িয়ে দেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শাবিপ্রবি শাখার আহ্বায়ক পলাশ বখতিয়ার।
প্রধান সম্পাদকঃ আবুবকর সিদ্দিক সুমন। নির্বাহী সম্পাদকঃ রুবেল হাসনাইন। বার্তা সম্পাদকঃ মিসবাহ উদ্দিন
গুলশান, ঢাকা-১২১৬, বাংলাদেশ। ইমেইলঃ admin@sylhet21.com,sylhet21.com@gmail.com মোবাইলঃ +1586 665 4225
©২০২৫ সিলেট ২১ সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Developed Success Life IT