নির্বাচন কমিশনের নির্দেশনা মেনে অনুমতিহীন সব নির্বাচনি প্রচারণা বন্ধ রেখেছেন সিলেট-৬ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও জেলার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী। তবে বাড়িয়েছেন সামাজিক অ্যাক্টিভিটি। এরই ধারাবাহিকতায় শনিবার (২৭ ডিসেম্বর) দিনভর গোলাপগঞ্জ ও বিয়ানীবাজারের বেশ কয়েকজন অসুস্থ নেতার বাড়ি গিয়ে তাদের খোঁজ-খবর নিয়েছেন। সৌজন্যসাক্ষাৎ করেছেন বিভিন্ন স্তরের নেতাকর্মীদের সঙ্গে। এছাড়া জিয়ারত করেছেন মরহুম বিএনপি নেতার কবর।
জানা গেছে, শনিবার বাদ জোহর এমরান আহমদ চৌধুরী বিয়ানীবাজার উপজেলার মুড়িয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি মরহুম এম এ জলিলের কবর জিয়ারত করেছেন। এসময় উপজেলা বিএনপির সহ-সভাপতি আব্দুস ছুবুর, ইউনিয়ন বিএনপি নেতা আব্দুল কুদ্দুস ও মুস্তাফিজুর রহমাহ মিটু, ওয়ার্ড বিএনপির সভাপতি নিজাম উদ্দিন ও সাধারণ সম্পাদক শামীম আহমদসহ স্থানীয় বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
পরে মুড়িয়া ইউনিয়ন বিএনপির সাবেক দুইবারের সাধারণ সম্পাদক অসুস্থ আব্দুল কাদির সাহেবকে দেখতে যান অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী। এছাড়া ইউনিয়ন বিএনপির সাবেক দুইবারের সাধারণ সম্পাদক ও বিয়ানীবাজার উপজেলা যুবদলের প্রতিষ্ঠাকালীন সহ-সভাপতি তুহিন আহমদ এবং ইউনিয়নের ১নং ওয়ার্ড সদস্য (মেম্বার) আব্দুল কাইয়ূম ও ওয়ার্ড বিএনপির সভাপতি হোসেন আহমসহ আরও কয়েকজন নেতার সঙ্গে সৌজন্যসাক্ষাৎ ও মতবিনিনিময় করেন তিনি।
এসব মতবিনিনিময়কালে এমরান আহমদ চৌধুরী বলেন- স্বৈরাচার গোষ্ঠী দীর্ঘ ১৫-১৬ বছর দেশনায়ক তারেক রহমানের কষ্টের নির্বাসিত জীবন নিয়ে অনেক ঠাট্টা-বিদ্রƒপ করেছে। এদের ছাড়াও ইসলাম নিয়ে ব্যবসা করা একটি রাজনৈতিক দলও আমাদের আদর্শিক নেতাকে নিয়ে টিপ্পনি কেটে কথা বলেছে। কিন্তু ইতিহাস গড়ে অবশেষে আগামীর রাষ্ট্রনায়ক আমাদের মাঝে ফিরে এসেছেন। দেশবাসীর অসামান্য ভালোবাসায় সিক্ত হয়েছেন। তাঁকে কাছে পেয়ে আমাদের নেতাকর্মীরা আরও উদ্যমী হয়ে উঠেছেন। গোলাপগঞ্জ-বিয়ানীবাজারে ধানের শীষকে বিজয়ী করতে রাত-দিন পরিশ্রম করছেন। নিশ্চয়ই আমরা সিলেট-৬ আসন খালেদা জিয়া ও তারেক রহমানকে উপহার দিতে পারবো ইনশা আল্লাহ।
প্রধান সম্পাদক ঃ আবুবকর সিদ্দিক সুমন , নির্বাহী সম্পাদকঃ রুবেল হাসনাইন , বার্তা সম্পাদক ঃ মিসবাহ উদ্দিন
গুলশান, ঢাকা-১২১৬, বাংলাদেশ। ইমেইলঃ admin@sylhet21.com,sylhet21.com@gmail.com মোবাইলঃ +1586 665 4225