
২২ জানুয়ারি বৃহস্পতিবার সিলেটে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের আগমন ও ঐতিহাসিক আলিয়া মাদ্রাসা মাঠে সকাল ১০টায় জনসভা সফলের লক্ষ্য দক্ষিণ সুরমা উপজেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে এক আনন্দ ও প্রচার মিছিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২০ জানুয়ারী) বাদ আসর আনন্দ ও প্রচার মিছিল নগরীর রেলগেইট থেকে শুরু করে ভার্থখলা পয়েন্টে গিয়ে সমাবেশের মাধ্যমে শেষ হয়।
দক্ষিণ সুরমা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল মালিক মল্লিকের সভাপতিত্বে ও সদস্য সচিব মোঃ নুরুল আমিনের পরিচালনায় সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের সংগ্রামী আহ্বায়ক জননেতা আব্দুল আহাদ খান জামাল, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন দক্ষিণ সুরমা থানা বিএনপির আহ্বায়ক ডাঃ এনামুল হক, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক কামাল হাসান জুয়েল, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন চৌধুরী, সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কমিটির সদস্য আব্দুল আমিন, নুরুল ইসলাম রুহুল, কয়েস আহমদ, প্রভাষক মকসুদ আলম, সাইফুল আলম কোরেশি, দক্ষিণ সুরমা উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর আলম লকুছ, সদস্য আব্দুল মুকিত মুকুল, সুজন আহমদ, রাসেল আহমদ, এনামুল হক, আরিফুর রহমান তারেক, স্বেচ্ছাসেবক দল নেতা জিয়া চৌধুরী লাভলু, শেখ মুহিন আল নাদিম হিরন মিয়া, শানুর আহমদ, বদরুল ইসলাম, জয়নাল আহমদ, জয়নাল আবেদীন, রেজাউল, তাহের, সামাদ, রুবেল, সাগর, সুমন প্রমূখ।
সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল আহাদ খান জামাল বলেন, “বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে বরণ করে নেওয়ার সিলেটে সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। তিনি বলেন, তারেক রহমানের দেশে প্রত্যাবর্তনের মাধ্যমে সকল ষড়যন্ত্র ধূলিসাৎ হবে এবং গণতন্ত্র ভিত শক্তিশালী হবে। এই জনসভা হবে গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে এক ঐতিহাসিক মাইলফলক। জিয়া পরিবার বাংলাদেশের একটি জনপ্রিয় ও ঐতিহাসিক রাজনৈতিক পরিবার। এই পরিবারই স্বাধীনতার ঘোষণা দিয়েছে এবং মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়েছে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া একজন নির্ভীক সৈনিকের মতো গণতন্ত্র পুনরুদ্ধার করেছেন। তিনি সমাবেশে স্বেচ্ছাসেবক দলের সকল নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবেন কাজ করার আহবান জানান।
প্রধান সম্পাদক ঃ আবুবকর সিদ্দিক সুমন , নির্বাহী সম্পাদকঃ রুবেল হাসনাইন , বার্তা সম্পাদক ঃ মিসবাহ উদ্দিন
গুলশান, ঢাকা-১২১৬, বাংলাদেশ। ইমেইলঃ admin@sylhet21.com,sylhet21.com@gmail.com মোবাইলঃ +1586 665 4225