বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তনের প্রতীক্ষায় আজ পুরো বাংলাদেশ। দেশবাসীর সঙ্গে সিলেটবাসীও এই প্রত্যাবর্তনকে স্মরণীয় করে রাখতে প্রস্তুত- এমন মন্তব্য করেছেন সিলেট জেলা বিএনপির সভাপতি জননেতা আব্দুল কাইয়ুম চৌধুরী।
তিনি বলেন, আগামী ২৫ ডিসেম্বর ঢাকায় অনুষ্ঠিতব্য গণসংবর্ধনা ও বিশাল জনসমাবেশের মাধ্যমে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জাতির উদ্দেশে সুস্পষ্ট বার্তা দেবেন- বাংলাদেশে আর কোনো ষড়যন্ত্র মাথাচাড়া দিয়ে উঠতে দেওয়া হবে না।
রবিবার (২১ ডিসেম্বর) সন্ধ্যায় নগরীর প্লাটিনাম লাউঞ্জ মিলনায়তনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে সিলেট জেলা বিএনপির আয়োজিত প্রস্তুতি সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, বিএনপি মনোনীত সিলেট জেলার ছয়টি সংসদীয় আসনে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে জনগণের দোরগোড়ায় পৌঁছাতে হবে। তিনি বলেন, “এই ছয়টি আসন আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে উপহার দিতে চাই।”
তিনি আরও বলেন, দীর্ঘ আন্দোলন-সংগ্রামের পথে সিলেট অঞ্চলের সাধারণ মানুষ বিএনপির সঙ্গে তাদের অকুণ্ঠ একাত্মতা প্রকাশ করেছে। জনগণের এই আস্থার মর্যাদা রক্ষা করাই বিএনপির প্রধান দায়িত্ব। রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে উন্নয়ন, গণতন্ত্র ও সুশাসনের মাধ্যমে এই বিশ্বাসের প্রতিফলন ঘটানো হবে।
আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, সিলেটবাসী ভোটের মাধ্যমে বিএনপির প্রতি তাদের যথাযথ মূল্যায়ন তুলে ধরবেন এবং সকল ষড়যন্ত্র প্রতিরোধে সহযোগিতা করবেন। একই সঙ্গে তিনি চির আপসহীন নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনা করে সিলেটবাসীর কাছে দোয়া চান।
সভায় বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী। তিনি বলেন, বিভিন্ন ঘটনাকে কেন্দ্র করে কেউ যেন রাজনৈতিক ফায়দা লুটতে না পারে, সে বিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে। যাদের রাষ্ট্র পরিচালনায় কোনো সুস্পষ্ট পরিকল্পনা নেই, তারাই দেশকে বারবার বিভ্রান্ত করছে। ষড়যন্ত্র প্রতিহত করতে নৈরাজ্যবিরোধী সকল রাজনৈতিক ও সামাজিক শক্তির ঐক্য আজ সময়ের দাবি।
সভায় সাম্প্রতিক হামলা ও ভাঙচুরের ঘটনার তীব্র নিন্দা জানিয়ে তিনি বলেন, “শান্তিকামী দেশবাসীর পক্ষ থেকে ঘৃণ্য ষড়যন্ত্রকারীদের হুঁশিয়ার করে দিতে চাই- এত রক্তের বিনিময়ে অর্জিত এই দেশকে ধ্বংস হতে দেওয়া যাবে না। অপশক্তিকে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করতে হবে।”
প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন জেলা বিএনপির কার্যনির্বাহী কমিটির সহসভাপতি এডভোকেট আশিক উদ্দিন আশুক পিপি, মামুনুর রশিদ মামুন (চাকসু), মাহবুবুর রব চৌধুরী ফয়সল, নাজিম উদ্দিন লস্কর; উপদেষ্টা মামুন রশিদ; যুগ্ম সম্পাদক এডভোকেট হাসান আহমদ পাটোয়ারী রিপন, মামুনুর রশিদ মামুন; সম্পাদক এডভোকেট সাঈদ আহমদ, আবুল কাশেম, শাকিল মোর্শেদ; সাংগঠনিক সম্পাদক শামীম আহমদ, শফিকুর রহমান, মুশিকুর রহমান মুহি, এডভোকেট আল আসলাম মুমিন।
এছাড়াও সম্পাদকমণ্ডলীর মধ্যে উপস্থিত ছিলেন এডভোকেট মোস্তাক আহমদ, নুমান উদ্দিন মুরাদ, জয়নাল আহমদ রানু, আলী আকবর, আজিজুর রহমান, এডভোকেট আহমেদ রেজা, বাদশা আহমদ, অর্জুন ঘোষ, মনিরুল ইসলাম তুরন, আহাদ চৌধুরী শামীম, শাহীন আলম জয়, ডা. নাজিম উদ্দিন, এডভোকেট ওবায়দুর রহমান ফাহমী, শামসুর রহমান সুজা, আহমদ সোলায়মান, ইসমাইল হোসেন সেলিম, সারোয়ার হোসেন, ইসলাম উদ্দিন। সদস্য কবির আহমদ, সৈয়দ এনায়েত হোসেন, তোফায়েল আহমদ সুহেল, আফতাব উদ্দিন, আশরাফুল আলম বাহারসহ উপজেলা ও পৌর বিএনপির “সুপার ফাইভ” নেতৃবৃন্দ এবং জেলা পর্যায়ের অঙ্গ ও সহযোগী সংগঠনের সভাপতি, আহ্বায়ক, সাধারণ সম্পাদক ও সদস্য সচিববৃন্দ।
উল্লেখ্য, আগামী ২৫ ডিসেম্বর ২০২৫ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে ঢাকায় আয়োজিত গণসংবর্ধনা এবং রাজধানীর ৩০০ ফিট এলাকায় অনুষ্ঠিতব্য বিশাল জনসমাবেশ সফল করার লক্ষ্যে এই প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
প্রধান সম্পাদক ঃ আবুবকর সিদ্দিক সুমন , নির্বাহী সম্পাদকঃ রুবেল হাসনাইন , বার্তা সম্পাদক ঃ মিসবাহ উদ্দিন
গুলশান, ঢাকা-১২১৬, বাংলাদেশ। ইমেইলঃ admin@sylhet21.com,sylhet21.com@gmail.com মোবাইলঃ +1586 665 4225