
দীর্ঘ ১৭ বছরের নির্বাসন শেষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান-এর স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে রাজধানীর পূর্বাচলের ৩০০ ফিট এলাকায় গণসংবর্ধনার আয়োজন করেছে বিএনপি। সেই সংবর্ধনায় যোগ দিতে নোয়াখালী থেকে ঢাকায় যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন স্থানীয় বিএনপি নেতা আবুল কাশেম। তবে যাত্রার আগমুহূর্তেই তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন এবং মৃ,ত্যু,বরণ করেন।
নিহত আবুল কাশেম নোয়াখালী সদর উপজেলার ৪ নম্বর কাদির হানিফ ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি ছিলেন। দলীয় সূত্র জানায়, বুধবার (২৪ ডিসেম্বর) রাত সোয়া ১০টার দিকে ঢাকার উদ্দেশ্যে রওনা হওয়ার প্রস্তুতির সময় তিনি মাটিতে লুটিয়ে পড়েন।
প্রধান সম্পাদক ঃ আবুবকর সিদ্দিক সুমন , নির্বাহী সম্পাদকঃ রুবেল হাসনাইন , বার্তা সম্পাদক ঃ মিসবাহ উদ্দিন
গুলশান, ঢাকা-১২১৬, বাংলাদেশ। ইমেইলঃ admin@sylhet21.com,sylhet21.com@gmail.com মোবাইলঃ +1586 665 4225