সিলেট-৬ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও জেলার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেছেন- সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে আমাদের জন্য আসছে সেই কাক্সিক্ষত মহা-আনন্দের দিন। আগামী ২৫ ডিসেম্বর দেশে ফিরছেন দেশনায়ক তারেক রহমান। দেখবেন- তিনি আসার পরপরই পাল্টে যাবে পুরো দেশের চিত্র। দলে দলে এসে বিএনপিতে যোগদান করবেন সাধারণ মানুষ। তিনিই দেশের মানুষকে সঙ্গে নিয়ে গড়বেন আগামীর স্বপ্নের বাংলাদেশ।
বুধবার (১৭ ডিসেম্বর) রাত ৯টায় বিয়ানীবাজারের শেওলা ইউনিয়নের ৮ ও ৯ নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় আয়োজিত দুআ মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এমরান আহমদ চৌধুরী প্রার্থনা করে বলেন- দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে আল্লাহ যেন সুস্থ করে আমাদের মাঝে ফিরিয়ে দেন।
যুক্তরাজ্য বিএনপির নেতা মিছলু আহমদ চৌধুরীর সভাপতিত্বে ও ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল করিম তাজুলের পরিচালনায় এ দুআ মাহফিলে বিশেষ অতিথি ছিলেন- সিলেট জেলা বিএনপির উপদেষ্টা গোলাম কিবরিয়া চৌধুরী শাহিন, জেলা বিএনপির সহ-সভাপতি নাজমুল ইসলাম পুতুল, বিয়ানীবাজার উপজেলা বিএনপির সহ-সভাপতি সবুর আহমদ, গোলাপগঞ্জ উপজেলা বিএনপির সহ-সভাপতি মামুনুর রশীদ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক নজমুল হোসেন, যুগ্ম-আহবায়ক ও কাউন্সিলর জামিল আহমদ চৌধুরী, বিয়ানীবাজার উপজেলা যুবদলের যুগ্ম-আহবায়ক দোলা হোসেন সুভাষ, যুগ্ম-আহবায়ক শাব্বির আহমদ চৌধুরী, আব্দুল গনি, শেওলা ইউনিয়ন বিএনপির নেতা নাজিম উদ্দিন, গৌছ উদ্দিন, মোছলেহ উদ্দিন, জয়নাল আহমদ, বোরহান উদ্দিন, লাভলু আহমদ, সুহেল আহমদ, আব্দুল বাছিত, আমির উদ্দিন, সুবেদ আহমদ, তরুণ রায়, বিয়ানীবাজার উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহবায়ক তানভীর আহমদ, সদস্য মাহতাব উদ্দিন রুবেল, উপজেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি এনামুল ইসলাম, বিয়ানীবাজার সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি রাহিম হোসেন এবং যুগ্ম-সম্পাদক মৃদুল হোসেন প্রমুখ।
প্রধান সম্পাদক ঃ আবুবকর সিদ্দিক সুমন , নির্বাহী সম্পাদকঃ রুবেল হাসনাইন , বার্তা সম্পাদক ঃ মিসবাহ উদ্দিন
গুলশান, ঢাকা-১২১৬, বাংলাদেশ। ইমেইলঃ admin@sylhet21.com,sylhet21.com@gmail.com মোবাইলঃ +1586 665 4225