ফ্যাসিস্টরা বিদায় নিলেও ষড়যন্ত্র কিন্তু থেমে নেই’ জানিয়ে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ড. মোহাম্মদ এনামুল হক চৌধুরী বলেছেন, ‘কোনোভাবেই জুলাই বিপ্লবের ঐক্য বিনষ্ট হতে দেয়া যাবে না। যেকোনো মূল্যে ঐক্য ধরে রাখতে হবে।’
রবিবার (৬ জুলাই) বিকেলে বিয়ানীবাজার পৌরশহরের একটি কমিউনিটি সেন্টারে স্থানীয় বিএনপি আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন। তিনি বলেন, আগামী নির্বাচনে জয়লাভ করে বিএনপি ক্ষমতায় আসলে তারেক রহমান হবেন নতুন বাংলাদেশের পথপ্রদর্শক। তিনি আরোও বলেন, ‘ছাত্র-জনতার রক্তাক্ত বিজয়কে নিয়ে ষড়যন্ত্র মেনে নেয়া যাবে না। এ ব্যাপারে জাতিকে সদা সজাগ দৃষ্টি রাখতে হবে। দলীয় নেতাকর্মীদেরকে আমাদের নেতা তারেক রহমানের নির্দেশনা মেনে চলতে হবে। দলের ভাবমূর্তি ক্ষুন্ন হবে এমন কর্মকান্ড থেকে সবাইকে বিরত থাকতে হবে। আমাদের বিশ্বাস অন্তর্বর্তী সরকার দ্রুততম সময়ের মধ্যে জাতীয় নির্বাচন দিয়ে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করবেন।’
দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও দেশনায়ক তারেক রহমানের হাতকে শক্তিশালী করার জন্য আমি এলাকায় কাজ করতেছি। আগামী নির্বাচনে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যাকে মনোনয়ন দিবেন আমরা তার সাথে ঐক্যবদ্ধ হয়ে কাজ করব।’
তিনি আরও বলেন,’জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনা, সুশাসন প্রতিষ্ঠা করা, বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করা এবং অর্থনীতিকে গণমুখী করাই এই ৩১ দফার মূল লক্ষ্য। আমরা বিশ্বাস করি, তারেক রহমানের নেতৃত্বে এই ৩১ দফা বাস্তবায়িত হলে দেশের আপামর জনতার ভাগ্যের পরিবর্তন হবে।’
বিয়ানীবাজার উপজেলা বিএনপির সহ-সভাপতি আব্দুস সবুরের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শামীম আহমদ, শিশু বিষয়ক সম্পাদক সিদ্দিক আহমদ, স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক আবু নাসের পিন্টু, উপজেলা গোলাম কিবরিয়া চৌধুরী শাহীন, মহানগর বিএনপির সাবেক সহ-সভাপতি আব্দুল ফাত্তাহ বকসি, বিয়ানীবাজার উপজেলা শ্রমিক দলের সভাপতি আলী হাসান, সাধারণ সম্পাদক সেলিম আহমদ, গোলাপগঞ্জ পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক দুলাল আহমদ, সাবেক প্রচার সম্পাদক কামাল হোসেন।
প্রধান সম্পাদকঃ আবুবকর সিদ্দিক সুমন। নির্বাহী সম্পাদকঃ রুবেল হাসনাইন। বার্তা সম্পাদকঃ রুমি বরুয়া।
গুলশান, ঢাকা-১২১৬, বাংলাদেশ। ইমেইলঃ admin@sylhet21.com,sylhet21.com@gmail.com মোবাইলঃ +1586 665 4225
© 2024 Sylhet21 All Rights Reserved. | Developed Success Life IT