তারেক রহমান প্রদত্ত ৩১ দফা ঘরে ঘরে পৌঁছে দিতে হবে: খান জামাল

- আপডেট সময়ঃ ০১:৫৮:০৯ অপরাহ্ন, রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫
- / ৭১ বার পড়া হয়েছে।

সিলেটের দক্ষিণ সুরমা উপজেলা স্বেচ্ছাসেবক দলের মোগরাবাজার ইউনিয়ন শাখার কর্মী সভা শনিবার (১৩ সেপ্টেম্বর) বাদ মগরিব স্থানীয় ইউনিয়ন পরিষদের হল রুমে অনুষ্ঠিত হয়।
দক্ষিণ সুরমা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল মালিক মল্লিকের সভাপতিত্বে, সদস্য সচিব মোঃ নুরুল আমিনের পরিচালনায় সভার শুরুতে কুরআন তেলাওয়াত করেন উপজেলার যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর আলম লকুছ।
প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক, ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সাবেক সহ সভাপতি আব্দুল আহাদ খান জামাল, প্রধান বক্তার বক্তব্য রাখেন জেলার সদস্য সচিব, জেলা বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক শাকিল মুর্শেদ, বিশেষ অতিথি বক্তব্য রাখেন জেলা সিনিয়র যুগ্ম আহ্বায়ক মিফতাহুল কবির মিফতা, যুগ্ম আহ্বায়ক আলী মো নুরুল হুদা দীপু, সৌদি প্রাদেশিক শাখার আহ্বায়ক জাকারিয়া আরিফ ফয়সাল, মোগলাবাজার ইউনিয়ন বিএনপির সভাপতি আফতাব উদ্দিন, জেলা যুবদলের সহ সভাপতি ময়নুল ইসলাম মন্জু, দাউদ পুর ইউনিয়ন বিএনপির সভাপতি আশরাফুল আলম বাহার, সিলেট জেলা বিএনপির সহ মৎস উন্নয়ন বিষয়ক সম্পাদক ইসলাম উদ্দিন, মোগরাবাজার ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক বেলাল আহমদ, সাংগঠনিক সম্পাদক জানু মিয়া, সহ সভাপতি সুরুজ আলী, আব্দুল্লাহ, আশিকুর রহমান, এম সি বিশ্ব বিদ্যালয় ও কলেজ ছাত্রদলের সভাপতি খান মো: সামি, ইউনিয়ন বিএনপি নেতা, আব্দুল্লাহ আল মতি, আব্দুর রহিম, ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক আশরাফ আহমদ, সিনিয়র সহ সভাপতি খলিল আহমদ, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য দিহান আহমদ হারুন, দক্ষিণ সুরমা উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য, আব্দুল মুকিত মুকুল, রাসেল আহমদ, হারুন মিয়া, এনামুল হক, মোগলাবাজার থানা শ্রমিক দলের সভাপতি আশিক মিয়া, সাধারণ সম্পাদক সেজু রহমান, উপজেলা স্বেচ্ছাসেবকদল নেতা আরিফুর রহমান তারেক, বদরুল ইসলাম, জয়নাল আবেদীন। বক্তব্য রাখেন স্বেচ্ছাসেবক দল নেতা এলাইছ মিয়া, রিপন আহমদ, আলী হোসেন, আব্দুল আজিজ সাদ্দাম, কামাল আহমদ, আবুল হুসেন, ইমাম উদ্দিন, সাকের আহমদ, রেজাউল করিম প্রমুখ।
সভায় প্রধান অতিথির বক্তব্যে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল আহাদ খান জামাল বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা ঘরে ঘরে পৌঁছে দিতে স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের কাজ করতে হবে। একই সাথে জনগণ যাতে স্বতঃস্ফূর্ত ভাবে আগামী নির্বাচনে ধানের শীষের পক্ষে ভোট প্রদান করে তার জন্য এখন থেকে নিরলসভাবে কাজ করতে হবে। জনগণকে বুঝাতে হবে একমাত্র জিয়া পরিবার ও ধানের শীষের কাছেই দেশ ও জনগন নিরাপদ। কারন বিএনপি মনেপ্রাণে বিশ্বাস করে সবার আগে বাংলাদেশ। পক্ষান্তরে ৭১ ও ২৪ এর পরাজিত শত্রুরা দিল্লি ও পিন্ডির দালালি করে।
প্রধান বক্তার বক্তব্যে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শাকিল মুর্শেদ বলেন আগামী নির্বাচনে দল যার হাতে ধানের শীষ তুলে দেবে তার পক্ষে আমরা ঐক্যবদ্ধ ভাবে কাজ করবো। আমাদের কাছে ব্যক্তি নয় ধানের শীষই মুখ্য।