সিলেট-৬ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও জেলার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেছেন- দেশনায়ক তারেক রহমান বিগত প্রায় দেড় যুগ বিদেশে বসে এদেশের ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন। আমাদের অধীর আগ্রহের অবসান ঘটিয়ে তিনি ২৫ ডিসেম্বর স্বদেশ প্রত্যাবর্তন করছেন বীরের বেশে। তাঁর এ আগমনে এদেশে গণতন্ত্রের নতুন দ্বার খুলবে। দেশ আবার গণতান্ত্রিক অগ্রযাত্রায় এগিয়ে যাবে।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) রাত ৯টায় গোলাপগঞ্জ উপজেলার লক্ষনাবন্দ ইউনিয়নের ৯নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে রাষ্ট্রকাটামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে আয়োজিত উঠানবৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়ন করে বাংলাদেশকে একটি সাম্য, নৈতিকতা ও মানবিক মূল্যবোধসম্পন্ন রাষ্ট্রে পরিণত করার জন্য দলের সবার আহ্বান জানান এমরান আহমদ চৌধুরী।
ওয়ার্ড বিএনপির সভাপতি মনির উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুল করিমের সঞ্চালনায় তার বাড়িতে অনুষ্ঠিত এ উঠানবৈঠকে বিশেষ অতিথি হিসেবে ছিলেন- সিলেট জেলা বিএনপির যুগ্ম-সম্পাদক অ্যাড. আবু তাহের, গোলাপগঞ্জ উপজেলা বিএনপির সহ-সভাপতি আব্দুল জলিল সাবু ও সাধারণ সম্পাদক মনিরুজ্জামান উজ্জ্বল।
এছাড়া আরও উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন- সিলেট মহানগর ২২নং ওয়ার্ড বিএনপির কোষাধ্যক্ষ ওজি মোহাম্মদ কাওসার, সাবেক বিএনপি নেতা হেদায়েতুল ইসলাম টেকই, লক্ষণাবন্দ ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি জুসেদ আহমদ, সাংগঠনিক সম্পাদক রাসেল আহমদ, ভাদেশ্বর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি সাদিকুর রহমান সাদেক, সিলেট জেলা যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক এহসানুল করিম মিশু, গোলাপগঞ্জ উপজেলা যুবদলের আহবায়ক কমিটির সদস্য রাজন আহমদ, যুবদল নেতা হামিদ আহমদ, সাব্বির আহমদ শিমুল, ইউনিয়ন যুবদল নেতা জাহাঙ্গীর আহমদ, জাহাঙ্গীর আহমদ শিপু, গোলাপগঞ্জ উপজেলা শ্রমিকদলের সাংগঠনিক সম্পাদক তাহের আহমদ এনু, ঢাকাদক্ষিণ ইউনিয়ন শ্রমিকদলের দপ্তর সম্পাদক শিপলু আহমদ, গোলাপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কমিটির সদস্য কয়েস আহমদ, গোলাপগঞ্জ উপজেলা জাসাসের সভাপতি আমির হোসেন, সহ-সভাপতি হারুনুর রশীদ, সাধারণ সম্পাদক তানহার আহমদ লায়েক, গোলাপগঞ্জ উপজেলা ছাত্রদলের যুগ্ম-আহবায়ক আশফাক আহমদ, ঢাকাদক্ষিণ সরকারি কলেজে ছাত্রদলের সাবেক আহবায়ক তোফায়েল আহমদ সুমেল, ছাত্রদল নেতা আরিফ আহমদ, বক্কর আহমদ, নিহাল আহমদ, সিদ্দিক আহমদ ও সুনু আহমদ প্রমুখ।
আলোচনা শেষে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সুস্থতা ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কল্যাণ কামনায় বিশেষ মুনাজাত পরিচালনা করেন দক্ষিণভাগ দেওপাড়া জামে মসজিদের ইমাম ও খতিব হাফিজ মাওলানা দেলোয়ার হোসেন।
প্রধান সম্পাদক ঃ আবুবকর সিদ্দিক সুমন , নির্বাহী সম্পাদকঃ রুবেল হাসনাইন , বার্তা সম্পাদক ঃ মিসবাহ উদ্দিন
গুলশান, ঢাকা-১২১৬, বাংলাদেশ। ইমেইলঃ admin@sylhet21.com,sylhet21.com@gmail.com মোবাইলঃ +1586 665 4225