ঈদে মীলাদুন্নবী (সা.) উদযাপন উপলক্ষ্যে বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া আগামী ১১ রবিউল আউয়াল সিলেটে 'মুবারক র্যালী' বের করবে। এদিকে র্যালী বাস্তবায়নের লক্ষ্যে রবিবার (২৪ আগস্ট) সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সভায় কেন্দ্রীয় সভাপতি মনজুরুল করিম মহসিন ও সাধারণ সম্পাদক এস এম মনোয়ার হোসেন 'ঈদে মীলাদুন্নবী (সা.) র্যালী বাস্তবায়ন কমিটি সিলেট' ঘোষণা করেছেন।
তালামীযে ইসলামিয়ার কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক সুলাইমান আহমদ চৌধুরীকে আহবায়ক ও সিলেট মহানগর সভাপতি হুসাইন আহমদকে সদস্য সচিব করে ঘোষিত কমিটিতে রয়েছেন, যুগ্ম আহবায়ক-তালামীযে ইসলামিয়ার কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক মারুফ আহমদ, সাংগঠনিক সম্পাদক ইমাদ উদ্দিন তালুকদার, সদস্য সিলেট পশ্চিম জেলা সভাপতি আব্দুর রাজ্জাক সাজু, সিলেট পূর্ব জেলা সভাপতি হোসাইন আহমদ, মৌলভীবাজার জেলা সভাপতি জামাল আহমদ, সুনামগঞ্জ জেলা সভাপতি আবু হেনা ইয়াসিন, শাবিপ্রবি সভাপতি জুবেল আহমদ, হবিগঞ্জ জেলা সভাপতি ফয়েজ আহমদ নোমান, প্রাইভেট ইউনিভার্সিটি জোন, সিলেট সভাপতি আব্দুল আহাদ আকবর, সিলেট মহানগর সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম নোমান, সিলেট পূর্ব জেলা সাধারণ সম্পাদক আবু সায়ীদ মো. আশিক, সিলেট পশ্চিম জেলা সাধারণ সম্পাদক ফয়ছল ইসলাম, সুনামগঞ্জ জেলা সাধারণ সম্পাদক আলী আহমদ নাঈম, মৌলভীবাজার জেলা সাধারণ সম্পাদক শাহ সামায়ুন কবির, শাবিপ্রবি সাধারণ সম্পাদক আফসার হোসাইন, হবিগঞ্জ জেলা সাধারণ সম্পাদক কাজী আবরার দস্তগীর ও প্রাইভেট ইউনিভার্সিটি জোন, সিলেট সাধারণ সম্পাদক মাহদী বিন আব্দুল আজিজ।
প্রধান সম্পাদকঃ আবুবকর সিদ্দিক সুমন। নির্বাহী সম্পাদকঃ রুবেল হাসনাইন। বার্তা সম্পাদকঃ রুমি বরুয়া।
গুলশান, ঢাকা-১২১৬, বাংলাদেশ। ইমেইলঃ admin@sylhet21.com,sylhet21.com@gmail.com মোবাইলঃ +1586 665 4225
©২০২৫ সিলেট ২১ সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Developed Success Life IT