তালামীযে ইসলামিয়া ‘সিলেট পলিটেকনিক ইনস্টিটিউটের নেতৃত্বে সাব্বির-ইব্রাহিম
- আপডেট সময়ঃ ০৫:৫২:০৯ অপরাহ্ন, শনিবার, ২৫ অক্টোবর ২০২৫
- / ২২ বার পড়া হয়েছে।

বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া সিলেট মহানগরীর আওতাধীন সিলেট পলিটেকনিক ইনস্টিটিউট এর ২০২৫-২৬ সেশনের কাউন্সিল সম্পন্ন হয়েছে। শনিবার (২৫ অক্টোব) বাদ মাগরিব নগরীর বরইকান্দিস্থ তালামীযের কার্যালয়ে এ কাউন্সিল অনুষ্ঠিত হয়।
কাউন্সিল অধিবেশনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে উপস্থিত থেকে নবনির্বাচিত দায়িত্বশীলদের শপথবাক্য পাঠ করান সংগঠনের সিলেট মহানগরীর সভাপতি হুসাইন আহমদ ও সহকারী নির্বাচন কমিশনার হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের সিলেট মহানগরীর সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম নোমান। কাউন্সিল অধিবেশনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট মহানগর তালামীযের সহ সভাপতি আরিফ হোসাইন সামাদ, সহ সাধারণ সম্পাদক মাহমুদুর রহমান, সহ সাংগঠনিক সম্পাদক তোফায়েল শাহ, সহ তথ্য প্রযুক্তি সম্পাদক ইমাদ উদ্দিন, সদস্য জাকির হোসেন, ২৮নং ওয়ার্ড সহ সভাপতি শহিদুজ্জামান।
কাউন্সিলে সর্বসম্মতিক্রমে কাজী রাজু আহমেদ সাব্বির সভাপতি, মোহাম্মদ ইব্রাহিমকে সাধারণ সম্পাদক ও মো. সাব্বির হোসেনকে সাংগঠনিক সম্পাদক মনোনীত করে ১৭ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়। কমিটির অন্যান্য দায়িত্বশীলবৃন্দ হলেন, সহ সভাপতি কামরুল হাসান, এ কে এম সাফওয়ান, সহ-সাধারণ সম্পাদক মো. শরফ উদ্দীন, বুরহান উদ্দীন সহ-সাংগঠনিক সম্পাদক মো. রেদওয়ান আহমেদ সৃজন, প্রচার সম্পাদক মো. সুলেমান মিয়া, অর্থ সম্পাদক মো. সাইফ উদ্দীন, অফিস সম্পাদক মো. তারেক রহমান, প্রশিক্ষণ সম্পাদক ইয়ামিন আহমেদ চৌধুরী, শিক্ষা ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মো. সাজেদ আহমেদ, তথ্যও প্রযুক্তি সম্পাদক জুবায়ের আহমেদ, সদস্য আহমদ তানজীম চৌধুরী রুহিন, মো.নাহিদ ইসলাম, তানভীর আহমদ।



















