তালামীযে ইসলামিয়া দক্ষিণ সুরমা সরকারি কলেজ শাখার কাউন্সিল সম্পন্ন

- আপডেট সময়ঃ ০৬:২১:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫
- / ২ বার পড়া হয়েছে।

বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া দক্ষিণ সুরমা সরকারি কলেজ শাখার ২০২৫-২৬ সেশনের কাউন্সিল ও অভিষেক সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (১০ জুলাই) বেলা ২টায় নগরীর দক্ষিণ সুরমাস্থ একটি অভিজাত রেস্টুরেন্টে এ কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হয়।
কাউন্সিল অধিবেশনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে উপস্থিত থেকে শপথবাক্য পাঠ করান সংগঠনের সিলেট মহানগরীর সভাপতি হুসাইন আহমদ ও সহকারী নির্বাচন কমিশনার হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের সিলেট মহানগরীর সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম নোমান।
কাউন্সিল অধিবেশনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের সিলেট মহানগরীর সহ সাধারণ সম্পাদক মাহমুদুর রহমান, সাংগঠনিক সম্পাদক ইমাম উদ্দিন মানিক, প্রচার সম্পাদক নাজমুল হাসান রাসেল ও সহ-অফিস সম্পাদক এস এম আলী আহমদ।
কাউন্সিলে সর্বসম্মতিক্রমে ইমদাদুর রহমান সিদ্দিকীকে সভাপতি, মো: হুসাইন আহমদকে সাধারণ সম্পাদক এবং সাব্বির আহমদকে সাংগঠনিক সম্পাদক মনোনীত করে ১৭ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়।
কমিটির অন্যান্য দায়িত্বশীলবৃন্দ হলেন— সহ সভাপতি মো: বদরুল আলম, সহ সাধারণ সম্পাদক জাকারিয়া খান জাকির, নুরুল ইসলাম সামি, সহ সাংগঠনিক সম্পাদক আবু বক্কর মিজান, প্রচার সম্পাদক নাজমুল হোসেন, সহ-প্রচার সম্পাদক ফাহিম আহমদ জয়, আশিকুর রহমান, অর্থ সম্পাদক জাহিদ হাসান, অফিস সম্পাদক আহমদ মোশারফ মাহদি, প্রশিক্ষণ সম্পাদক জুয়েল আহমদ, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক মো: আলম হোসেন, তথ্য ও প্রযুক্তি সম্পাদক মো: মুবিন আহমদ, সদস্য শাহরিয়া নাফিজ মাহিন ও নাহিদুল ইসলাম।