০৬:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫

তাহিরপুরে বালু উত্তোলন, ইউপি সদস্যসহ চার জনের কারাদণ্ড

সিলেট ব্যুরো
  • আপডেট সময়ঃ ১২:০৭:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ২ সেপ্টেম্বর ২০২৫
  • / ৪০ বার পড়া হয়েছে।

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার সীমান্তবর্তী এলাকা কলাগাও ছড়া থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ৪ জনকে আটক করেছে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহরুখ আলম শান্তনু।

সোমবার (১ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের কলাগাও ছড়া থেকে বালু উত্তোলন করছে এমন গোপন সংবাদের ভিত্তিত্বে অভিযান চালিয়ে আটক করেন তিনি।

পরে ভ্রামমান আদালত বসিয়ে আটককৃতদের মধ্যে তিন জনকে ৪ দিন করে এবং একজনকে ৭ দিনের কারাদণ্ড প্রদান করে তাহিরপুর থানার সোপর্দ করেন।

দন্ডপ্রাপ্ত্যতরা হল,উপজেলা উত্তর শ্রীপুর ইউনিয়নের সাজিনুর মেম্বারের ছেলে মনসুর আলম (২০) কে ৭ দিন ও একেই গ্রামের উজ্জ্বল মিয়ার ছেলে রুহান মিয়া (১৯), মৃত আব্দুল শহিদের ছেলে ময়না মিয়া (৩৭), জামাল মিয়ার ছেলে ফরুয়ার (২০) কে ৪ দিন করে কারাদণ্ড প্রদান করেন।

এ সত্যতা নিশ্চিত করেছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহরুখ আলম শান্তনু। তিনি জানান, উপজেলা প্রশাসন কর্তৃক পরিচালিত এই অভিযান অব্যাহত থাকবে। কোনো অনিয়ম কে ছাড় দেয়া হবে না। সে যত বড় শক্তি হউক না কেন।

তাহিরপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি দেলোয়ার হোসেন জানান, কারাদণ্ড প্রাপ্ত্যদের মঙ্গলবার সকালে জেল হাজতে পাঠানো হবে।

নিউজটি শেয়ার করুন
ট্যাগসঃ

বিস্তারিত লিখুনঃ

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন