গাজীপুরের চান্দীনা চৌরাস্তায় প্রকাশ্য জনসম্মুখে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে কুপিয়ে ও জবাই করে নৃশংসভাবে হত্যারকাণ্ড ঘটনায় এবং সাংবাদিক আনোয়ার হোসেনের ওপর বর্বরোচিত হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে এসব ঘটনার সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন সিলেট অনলাইন প্রেসক্লাব নেতৃবৃন্দ।
শনিবার গণমাধ্যম পাঠানো এক বিবৃতিতে সিলেট অনলাইন প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ গোলজার আহমদ হেলাল ও সাধারণ সম্পাদক এম.সাইফুর রহমান তালুকদার বলেন, সাংবাদিক সাগর-রুনি দম্পতি থেকে শুরু করে দেশে কোন সাংবাদিক হত্যাকাণ্ডের বিচার আমরা আজ পর্যন্ত পাইনি। সন্ত্রাসীদের কোন দল নেই, তাদের কোন দলীয় পরিচয় থাকতে পারেনা, তাদের একটাই পরিচয় তার সন্ত্রাসী। সাংবাদিকদের হত্যাকাণ্ড ও হামলার ঘটনা স্বাধীন গণমাধ্যমের জন্য মোটেও সুখকর নয়। আমরা অবিলম্বে সাংবাদিক হত্যা নির্যাতন যত ঘটনা ঘটেছে সকল ঘটনার নিরপেক্ষ ও সুষ্ঠ তদন্ত করে দায়ি সন্ত্রাসীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই।
প্রধান সম্পাদকঃ আবুবকর সিদ্দিক সুমন। নির্বাহী সম্পাদকঃ রুবেল হাসনাইন। বার্তা সম্পাদকঃ রুমি বরুয়া।
গুলশান, ঢাকা-১২১৬, বাংলাদেশ। ইমেইলঃ admin@sylhet21.com,sylhet21.com@gmail.com মোবাইলঃ +1586 665 4225
©২০২৫ সিলেট ২১ সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Developed Success Life IT