তৃণমূল পর্যায়ে সাংগঠনিক কার্যক্রম মজবুদ করতে হবে: শাহীনুর পাশা চৌধুরী

- আপডেট সময়ঃ ০৭:৩৯:০২ অপরাহ্ন, বুধবার, ৯ জুলাই ২০২৫
- / ১ বার পড়া হয়েছে।

বাংলাদেশ খেলাফত মজলিস জগন্নাথপুর উপজেলা শাখার ওয়ার্ড দায়িত্বশীল বৈঠক মঙ্গলবার (৮ জুলাই) জামিয়াতুল খাইরির কনফারেন্স হলে শাখা সভাপতি মাওলানা আব্দুল মুনিম শাহীনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা সাইফুর রহমান সাজাওয়ারের পরিচালনায় অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় নায়েবে আমীর সাবেক এমপি জননেতা এডভোকেট মাওলানা শাহীনুর পাশা চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা শাখার সহ-সভাপতি সৈয়দ মাওলানা শাহীদ আহমদ, সাবেক সহ-সভাপতি মাওলানা নুরুল আলম খান জাহাঙ্গীর, জেলা সাধারণ সম্পাদক হাফিজ সৈয়দ জয়নুল ইসলাম, সৈয়দ তহুর আহমদ তৈফুর, মাওলানা নূরুজ্জামান, মুফতী আকমল, সৈয়দ ফয়জুল মুরসালিন, সৈয়দ শামীম, বাংলাদেশ খেলাফত যুব মজলিস নেতা মামুন আহমদ, মাওলানা তারেক আহমদ, ফারহান আহমদ, বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস নেতা আহমদ মামুন প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে এডভোকেট মাওলানা শাহীনুর পাশা চৌধুরী বলেন, বাংলাদেশ খেলাফত মজলিস দেশ, জাতি ও ইসলামের কল্যানে ব্যাপক কাজ করে যাচ্ছে। তাই সংগঠনের সকল দায়িত্বশীলদেরকে তৃণমূল পর্যায়ে সাংগঠনিক কার্যক্রম মজবুদ করতে হবে। এবং জুলাই মাসের মধ্যে জগন্নাথপুর উপজেলার প্রত্যেক ওয়ার্ডের পূর্নাঙ্গ কমিটি গঠন করার আহবান জানান।