বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছসেবক দলের কেন্দ্রীয় কর্মসূচি অংশ হিসেবে বৃষ্টি উপেক্ষা করে দক্ষিণ সুরমা উপজেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে আজ বুধবার বিকেলে ৪৫তম প্রতিষ্ঠারার্ষিকী উপলক্ষে র্যালী ও সমাবেশ, বৃক্ষরোপণ, পরিষ্কার পরিচ্ছন্ন অভিযান পালন করা হয়।
র্যালী পর্ব সমাবেশে দক্ষিণ সুরমা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল মালিক মল্লিকের সভাপতিত্বে ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোঃ নুরুল আমিনের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সংসদের সহ-সাংগঠনিক সম্পাদক কামাল হাসান জুয়েল, প্রধান বক্তা বক্তব্য রাখেন সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল আহাদ খান জামাল, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সৌদি প্রাদেশিক শাখার সভাপতি জাকারিয়া আরিফ ফয়সাল, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটি সদস্য আব্দুল আমিন, নুরুল ইসলাম রুহুল, প্রভাষক মকসুদ আলম, কয়েছ আহমদ।
অনান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, স্বেচ্ছাসেব দল নেতা আরিফুর রহমান তারেক, স্বেচ্ছাসেব দল নেতা আরিফুর রহমান তারেক, সিলেট মহানগর ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক শাহাদাত খান, দক্ষিণ সুরমা উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর হোসেন লকুছ, আহ্বায়ক কমিটি সদস্য আব্দুল মুকিত মুকুল, শাহেদ আহমদ, রাসেল আহমদ, হারুন মিয়া, সুজন আহমদ, বাহার উদ্দিন কোটন, তোফায়ে আহমদ, মনোয়ার হোসেন মনু, ফখরুল ইসলাম, জেলা ছাত্রদলের সহ সাংগঠনিক সম্পাদক জিয়া চৌধুরী লাভলু, উপজেলা স্বেচ্ছাসেবক দল নেতা আবুল হোসেন, সানূর আহমদ, এলাইছ মিয়া, আলী হোসেন, জয়নাল আহমদ, জয়নাল আবেদীন, আজমল আলী, শামীম আহমদ, রুবেল আহমদ, রেজাউল প্রমূখ।
প্রধান সম্পাদকঃ আবুবকর সিদ্দিক সুমন। নির্বাহী সম্পাদকঃ রুবেল হাসনাইন। বার্তা সম্পাদকঃ রুমি বরুয়া।
গুলশান, ঢাকা-১২১৬, বাংলাদেশ। ইমেইলঃ admin@sylhet21.com,sylhet21.com@gmail.com মোবাইলঃ +1586 665 4225
©২০২৫ সিলেট ২১ সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Developed Success Life IT