দলীয় সিদ্ধান্ত অমান্য করে উপজেলা পরিষদ নির্বাচনে প্রচারে অংশ নেওয়ার অভিযোগে সুনামগঞ্জের দিরাইয়ে বিএনপির কয়েকজন নেতা-কর্মীর বিরুদ্ধে নেওয়া সাংগঠনিক ব্যবস্থা প্রত্যাহার করা হয়েছে।
রোববার (২০ জুলাই) সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট কলিম উদ্দিন আহমেদ মিলন ও সদস্য অ্যাডভোকেট মো. আব্দুল হক যৌথভাবে স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্ত জানানো হয়।
দিরাই উপজেলা বিএনপির সভাপতি আমির আলী গণমাধ্যমকে বলেন, অভিযুক্ত নেতারা ভুল স্বীকার করে অনুশোচনা প্রকাশ করেছেন এবং ভবিষ্যতে দলীয় সিদ্ধান্ত মেনে চলার অঙ্গীকার করেছেন। এরপর বিষয়টি জেলা কমিটির বিবেচনায় এলে শাস্তিমূলক সিদ্ধান্ত প্রত্যাহার করা হয়।সাংগঠনিক শাস্তি থেকে অব্যাহতি পাওয়া নেতারা হলেন:-দিরাই পৌর বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মো. জালাল মিয়া, উপজেলা বিএনপির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক মখলিছুর রহমান লাল মিয়া, সাবেক স্থানীয় সরকারবিষয়ক সম্পাদক রতন কুমার দাস, করিমপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক পংকজ দাস, উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য সৈয়দুর রহমান তালুকদার ও মো. নাছির উদ্দিন, জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. জুনায়েদ মিয়া, চরনারচর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সহসভাপতি তপু রায়হান এবং ভাটিপাড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক এহিয়া আহমদ লিটন।
এই সিদ্ধান্তের অনুলিপি পাঠানো হয়েছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সিলেট বিভাগীয় টিম লিডার অধ্যাপক ডা. এ জেড জাহিদ হোসেন, জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক জি কে গউছ এবং সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ ছিদ্দিকীর কাছে।
প্রসঙ্গ গত দিরাই উপজেলা নির্বাচনে ফ্যাসিস্ট সরকারের মনোনীত চেয়ারম্যান প্রার্থী প্রদীপরায়ের পক্ষে কাজ করার অভিযোগে এই ৯ জনকে অব্যাহতি দেওয়া হয়। কিন্তু তাদের বিগত ১৭ বছর আন্দোলন সংগ্রামে বিশেষ অবদানের ত্যাগ থাকায় তাদের বিরুদ্ধে অভিযোগ প্রত্যাহার করা হয়েছে।
প্রধান সম্পাদকঃ আবুবকর সিদ্দিক সুমন। নির্বাহী সম্পাদকঃ রুবেল হাসনাইন। বার্তা সম্পাদকঃ মিসবাহ উদ্দিন
গুলশান, ঢাকা-১২১৬, বাংলাদেশ। ইমেইলঃ admin@sylhet21.com,sylhet21.com@gmail.com মোবাইলঃ +1586 665 4225
©২০২৫ সিলেট ২১ সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Developed Success Life IT