দলের ঐক্যের অনন্য দৃষ্টান্ত: সাবিনা খানের ফেসবুক পোস্টে এমরান আহমদ চৌধুরীকে অভিনন্দন
- আপডেট সময়ঃ ০৭:০৪:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ নভেম্বর ২০২৫
- / ১০২ বার পড়া হয়েছে।

সিলেট-৬ (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়নপ্রাপ্ত প্রার্থী এডভোকেট এমরান আহমদ চৌধুরীকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন একই আসনের মনোনয়ন প্রত্যাশী সাবিনা খান। তার আবেগঘন ফেসবুক পোস্টে ফুটে উঠেছে দলের প্রতি গভীর আনুগত্য, পারস্পরিক শ্রদ্ধা ও ঐক্যের অনুপ্রেরণামূলক বার্তা।
সোমবার (৩ নভেম্বর) নিজের ফেসবুক ওয়ালে দেওয়া এক হৃদয়স্পর্শী স্ট্যাটাসে সাবিনা খান লিখেছেন—
“অভিনন্দন এমরান আহমদ চৌধুরী! আমি মনোনয়ন না পেলেও আন্তরিকভাবে এমরান ভাইকে অভিনন্দন জানাই। এই পথচলায় অনেক কিছু শিখেছি। যারা আমাকে ভালোবেসেছেন, সমর্থন দিয়েছেন— তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আপনার সাফল্য আমাদের সকলের গর্ব হবে। আমরা একসাথে আমাদের সম্প্রদায় ও সংগঠনের উন্নয়নে কাজ চালিয়ে যাব।”
তার এই পোস্ট প্রকাশের পরপরই স্থানীয় বিএনপি নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে ইতিবাচক প্রতিক্রিয়া দেখা যায়। অনেকে মন্তব্য ও শেয়ার করে সাবিনা খানের এই উদারতা ও দলীয় চেতনার প্রশংসা করেন।
দলীয় সূত্রে জানা গেছে, সাবিনা খানের এই অভিনন্দন বার্তা দলের অভ্যন্তরে ঐক্য, সহযোগিতা ও পারস্পরিক শ্রদ্ধার পরিবেশকে আরও দৃঢ় করেছে। অন্যদিকে, বিএনপির মনোনয়নপ্রাপ্ত প্রার্থী এডভোকেট এমরান আহমদ চৌধুরীকে ঘিরে স্থানীয় রাজনীতিতে নতুন উদ্দীপনা ও প্রাণচাঞ্চল্য সৃষ্টি হয়েছে।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এমন ইতিবাচক বার্তা শুধু ব্যক্তিগত নয়, বরং দলীয় সংহতি ও গণতান্ত্রিক মূল্যবোধের এক উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে স্থান পাবে স্থানীয় রাজনীতিতে।














