বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) আদর্শে বিশ্বাসী জনগণের কর্মী হিসেবে নিজের অবস্থান পুনর্ব্যক্ত করেছেন সিলেট-৬ (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) আসনের সাবেক সংসদ সদস্য মরহুম ড. সৈয়দ মকবুল হোসেনের কন্যা সৈয়দা আদিবা হোসেন।
নিজের অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি দলের সহকর্মী ও এলাকার জনগণের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।
সৈয়দা আদিবা হোসেন লিখেন,
> “আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আদর্শে বিশ্বাসী জনগণের কর্মী, জনগণের সেবা আমার অঙ্গীকার। দলের সহকর্মী ও আমার প্রিয় এলাকার মানুষের প্রতি কৃতজ্ঞতা জানাই — আপনাদের ভালোবাসাই আমার সবচেয়ে বড় প্রাপ্তি।
তিনি আরও বলেন,
“আমি সবসময় গোলাপগঞ্জ-বিয়ানীবাজারের জনগণের পাশে ছিলাম, আছি, থাকব ইনশাআল্লাহ। উন্নয়ন, গণতন্ত্র ও ন্যায়ভিত্তিক বাংলাদেশের জন্য আমাদের যৌথ যাত্রা অব্যাহত থাকবে। আসুন আমরা ঐক্যবদ্ধভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পতাকা উঁচু রাখি। সবার আগে বাংলাদেশ।
তার এই বক্তব্যে বিএনপি সমর্থক ও স্থানীয় নেতাকর্মীদের মধ্যে ইতিবাচক সাড়া পড়েছে। অনেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে তার প্রতি সমর্থন ও শুভেচ্ছা জানিয়েছেন।
প্রধান সম্পাদক ঃ আবুবকর সিদ্দিক সুমন , নির্বাহী সম্পাদকঃ রুবেল হাসনাইন , বার্তা সম্পাদক ঃ মিসবাহ উদ্দিন
গুলশান, ঢাকা-১২১৬, বাংলাদেশ। ইমেইলঃ admin@sylhet21.com,sylhet21.com@gmail.com মোবাইলঃ +1586 665 4225