০১:৫৭ অপরাহ্ন, শনিবার, ২৫ অক্টোবর ২০২৫

দিরাইয়ে পূর্ব বিরোধের জেরে গুলিবিদ্ধ ১২ জনসহ আ’হ’ত ১৫

দিরাই(সুনামগঞ্জ)প্রতিনিধি:
  • আপডেট সময়ঃ ১১:১০:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫
  • / ৫২ বার পড়া হয়েছে।

 

সুনামগঞ্জের দিরাই উপজেলার কুলঞ্জ ইউনিয়নের কুলঞ্জ গ্রামে পূর্ব বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে গুলিবিদ্ধ ১২ জনসহ আহত হয়েছেন ১৫ জন।

শুক্রবার (২৪ অক্টোবর) জুম্মা নামাজের পর এ সংঘর্ষের ঘটনা ঘটে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

গুলিবিদ্ধরা হলেন-ইছাক মিয়া তালুকদার (২৮), ইকবাল মিয়া তালুকদার (৩৫), ফুল মিয়া তালুকদার (৩৪), কাসেম তালুকদার (৪৫), আব্দুল কাহের তালুকদার (৩৬), মুছা মিয়া তালুকদার (৬২), বসর মিয়া তালুকদার (৬৪), আলফু মিয়া তালুকদার (৩২), জহর উদ্দিন তালুকদার (৫৫), কয়েছ মিয়া তালুকদার (৬০), রিয়াজ মিয়া (১৫) ও মুতালিব মিয়া (২৯)।

গ্রামবাসী সুত্রে জানা যায়, কুলঞ্জ গ্রামের সাবেক মেম্বার ইলিয়াস মিয়া ও বর্তমান মেম্বার মাহবুব মিয়ার সমর্থকদের মধ্যে দীর্ঘদিন ধরে এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিরোধ চলে আসছিল। এরই জেরে সংঘর্ষ ও গুলিবর্ষণের ঘটনা ঘটে। এতে অন্তত ১২ জন গুলিবিদ্ধ হন।

আহতদের উদ্ধার করে দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে আসলে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। চিকিৎসা পিন্টু কুমার দাস বলেন, গুরুতর আহত ১২ জনকে সিলেট এম.এ.জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এ বিষয়ে দিরাই থানার পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) উত্তম কুমার দাস জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন
ট্যাগসঃ

বিস্তারিত লিখুনঃ

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন