০১:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫

দীপিকা পাড়ুকোনের কড়া জবাব

অনলাইন ডেস্ক
  • আপডেট সময়ঃ ০৩:১৪:১৫ অপরাহ্ন, শনিবার, ১১ অক্টোবর ২০২৫
  • / ৪৬ বার পড়া হয়েছে।

বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোনকে নিয়ে বেশ কিছুদিন ধরেই বইছে সমালোচনার ঝড়। যদিও এর সূত্রপাত নির্মাতা সন্দীপ রেড্ডি বঙ্গার ‘স্পিরিট’ সিনেমার জন্য দীপিকার রেকর্ড পারিশ্রমিক ও আট ঘণ্টার শিফটে কাজ করার দাবি। বিষয়টি নিয়ে দুই ভাগে বিভক্ত হয়ে তর্ক-বিতর্কে জড়িয়েছেন সিনেবাসিন্দারা।হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, সম্প্রতি এক সাক্ষাৎকারে দীপিকা পাড়ুকোন বলেন, আমরা ভারতীয় চলচ্চিত্রকে শিল্প বলি ঠিকই, কিন্তু বাস্তবে কখনোই একে সংগঠিত শিল্পের মতো পরিচালনা করা হয়নি।

তিনি জানান, দীর্ঘদিন ধরেই অনেক পুরুষ তারকা দিনে আট ঘণ্টা কাজ করে আসছেন, কিন্তু নারী অভিনেত্রীরা একই দাবি তুললেই তা নিয়ে প্রশ্ন ওঠে।

অভিনেত্রীর ভাষায়, আমি যদি নারী হয়েও ৮ ঘণ্টা কাজের কথা বলি, সেটি যদি কারও কাছে জেদ মনে হয় তাহলে তাই হোক। এটা তো গোপন কিছু নয়, পুরুষ সুপারস্টাররা বহু বছর ধরে প্রতিদিন ৮ ঘণ্টা কাজ করছেন, অথচ এ নিয়ে কখনোই আলোচনা হয়নি।

দীপিকা আরও বলেন, আমি এখন কারও নাম নিতে চাই না, তবে সবাই জানে—অনেক অভিনেতা সোমবার থেকে শুক্রবার পর্যন্ত ৮ ঘণ্টা করে কাজ করেন, এমনকি সাপ্তাহিক ছুটিতেও তাদের শিডিউল নির্ধারিত থাকে। তার মতে, ভারতীয় চলচ্চিত্রশিল্প এখন সময়ের দাবি মেনে নিয়ম, পরিকল্পনা ও শৃঙ্খলার পথে হাঁটা উচিত।

মাতৃত্বের পর পরিবারের সঙ্গে সময় কাটানোর জন্য দীপিকা প্রতিদিন সর্বোচ্চ ৮ ঘণ্টা কাজের শর্ত দেন। এই সিদ্ধান্তের জেরেই তিনি সন্দীপ রেড্ডি ভাঙা পরিচালিত ‘স্পিরিট’ সিনেমা থেকে সরে দাঁড়ান। নির্মাতারা তার শর্তে সম্মত না হওয়ায় প্রকল্পটি থেকে বাদ পড়েন তিনি।

এরপর ‘কাল্কি ২৮৯৮ এডি’-এর সিকুয়েল থেকেও বাদ পড়েন দীপিকা। প্রযোজনা সংস্থা বৈজয়ন্তী মুভিজের পক্ষ থেকে জানানো হয়, এ ধরনের বড় প্রকল্পের জন্য আরও বেশি সময় ও নিবেদন প্রয়োজন।

দীপিকার এই অবস্থান বলিউডে নারী শিল্পীদের কর্মপরিবেশ নিয়ে নতুন আলোচনা তৈরি করেছে। তার মতে, শিল্পের অগ্রগতি তখনই সম্ভব, যখন সেখানে মানুষের প্রতি সম্মান ও ভারসাম্য বজায় থাকে। বর্তমানে দীপিকা ব্যস্ত সিদ্ধার্থ আনন্দ পরিচালিত ‘কিং’ সিনেমার শুটিংয়ে, যেখানে তার সহশিল্পী শাহরুখ খান, সুহানা খান ও অভিষেক বচ্চন। পাশাপাশি আটলি পরিচালিত নতুন ছবিতেও দেখা যাবে তাকে, যেখানে আল্লু অর্জুন রয়েছেন তার বিপরীতে।

নিউজটি শেয়ার করুন
ট্যাগসঃ

বিস্তারিত লিখুনঃ

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন