রমজান মাসের ১২তম দিনে প্রখর রোদের মধ্যে ক্লান্ত শরীর নিয়ে ইফতারে বসে ছিল রোজাদার বিয়ানীবাজার উপজেলার নাগরিকরা। সারাদিনের ক্লান্তির পর অবশেষে এক পশলা বৃষ্টি জনমনে স্বস্তি এনে দিয়েছে।ইফতারের পরপরই বৃষ্টি নামলো বিয়ানীবাজারের আকাশে। বৃহস্পতিবার সন্ধ্যা সাতটা থেকে সিলেটে শুরু হয়েছে থেমে থেমে বৃষ্টি। যা স্থায়ী ছিলো প্রায় আধাঘন্টা। বৃষ্টির সাথে স্বস্তি নেমেছে বিয়ানীবাজারের নাগরিক জীবনে। কমে এসেছে গরমের রেশ।
এর আগে বিয়ানীবাজারসহ সিলেটে বৃষ্টির পূর্বাভাস দিয়ে আসছিল আবহাওয়া অধিদপ্তর। সন্ধ্যার আবহাওয়াই জানান দিচ্ছিল রাতে বৃষ্টি হওয়ার। আর কাঙ্খিত বৃষ্টির দেখা মিলে সন্ধ্যায়।
এর আগে সিলেট বিভাগের দু’এক জায়গায় টানা দুইদিন অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া বিভাগ। বৃহস্পতিবার সকাল ৯টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টার জন্য জারি করা আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।
প্রধান সম্পাদকঃ আবুবকর সিদ্দিক সুমন। নির্বাহী সম্পাদকঃ রুবেল হাসনাইন। বার্তা সম্পাদকঃ রুমি বরুয়া।
গুলশান, ঢাকা-১২১৬, বাংলাদেশ। ইমেইলঃ admin@sylhet21.com,sylhet21.com@gmail.com মোবাইলঃ +1586 665 4225
©২০২৫ সিলেট ২১ সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Developed Success Life IT