দুধ দিয়ে গোসল করে রাজনীতি থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন বাংলাদেশ ছাত্রলীগের ইউনিয়ন র্পযায়ের এক নেতা। মঙ্গলবার (২২ জুলাই) বিকেলে নড়াইল সদর উপজেলার আগদিয়া গ্রামে এ ব্যতিক্রমী ঘটনা ঘটে।
জানা গেছে, ছাত্রলীগের কলোড়া ইউনিয়ন শাখার সভাপতি সাজ্জাদুল ইসলাম বিকেল ৫টার দিকে নিজ বাড়িতে স্থানীয় সাংবাদিকসহ এলাকাবাসীকে আমন্ত্রণ জানান। পরে বাড়ির উঠানে একটি বালতি ও গামলায় রাখা দুধ দিয়ে সবার সামনে গোসল করেন তিনি।
গোসল শেষে ছাত্রলীগের সকল পদ থেকে পদত্যাগের ঘোষণা দেন এবং ভবিষ্যতে আর কোনো রাজনৈতিক র্কমকাণ্ডে অংশ না নেওয়ার অঙ্গীকার করেন।
সাজ্জাদুল ইসলাম বলনে, “আমি র্দীঘদিন ছাত্রলীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলাম। কিন্তু এতে আমি ব্যক্তিগতভাবে ক্ষতগ্রিস্ত হয়েছি, মানসিক শান্তি হারিয়েছি, পারিবারিক জীবনেও এর প্রভাব পড়েছে। তাই আমি রাজনীতি থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছি।
তিনি আরও জানান, মৌখিক পদত্যাগের পর দ্রুতই লিখিতিভাবে পদত্যাগপত্র জমা দিবেন। ঘটনার সময় সাজ্জাদুলের বাড়িতে এলাকার বহু মানুষ ভিড় করেন। তার এমন ঘোষণা ও ব্যতিক্রমী উপায় সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে আলোচনা শুরু হয় বিভিন্ন মহলে।
সাজ্জাদুলের পরিবার তার এই সিদ্ধান্তে সন্তোষ প্রকাশ করেছে। পরিবারের একাধিক সদস্য জানান, রাজনীতি নিয়ে অস্থিরতা ও হতাশা বহুদিন ধরেই লক্ষ্য করা যাচ্ছিল। এখন তিনি রাজনীতি থেকে সরে দাঁড়ানোয় তারা স্বস্তি অনুভব করছেন।
প্রধান সম্পাদকঃ আবুবকর সিদ্দিক সুমন। নির্বাহী সম্পাদকঃ রুবেল হাসনাইন। বার্তা সম্পাদকঃ মিসবাহ উদ্দিন
গুলশান, ঢাকা-১২১৬, বাংলাদেশ। ইমেইলঃ admin@sylhet21.com,sylhet21.com@gmail.com মোবাইলঃ +1586 665 4225
©২০২৫ সিলেট ২১ সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Developed Success Life IT