বেড়াতে গিয়ে মধুর স্মৃতি ফ্রেমবন্দি করে রাখতে চায় সবাই। আর সেটা যদি হয় বিদেশ ভ্রমণ, তবে তো ছবি তোলা পর্যটকদের জন্য একরকম কর্তব্যে পরিণত হয়। তবে যম্মিন দেশে যদাচার প্রবাদ ভুলে গেলে সুখের হাসি মুছে গিয়ে নাকের জল আর চোখের জল এক হতে সময় লাগবে না।
যেমন ধরা যাক, সংযুক্ত আরব আমিরাতের কথা। এখানে ভুলভাল ছবি তোলার জন্য গুনতে হতে পারে কোটি টাকার জরিমানা, এমনকি ঘুরে আসা লাগতে পারে গারদের ওপাশ থেকেও!
দুবাই এবং আবুধাবিতে ছবি তোলার বিষয়ে পর্যটকদের যথেষ্ট সতর্ক থাকার বিষয়ে স্পষ্ট জানিয়ে দেয় কর্তৃপক্ষ। আপাত নির্দোষ একটা ছবির জন্যও সর্বোচ্চ এক লাখ ৩৬ হাজার মার্কিন ডলার জরিমানা হতে পারে। অবস্থা বেশি গুরুতর মনে করলে, ওই ব্যক্তিকে কারাগারেও পাঠাতে পারে কর্তৃপক্ষ।
শৌখিন ভ্রমণের আয়োজক প্রতিষ্ঠান ই-শোরস বলেছে, কোনও ব্যক্তির অনুমতি ছাড়া তিনি অন্যের ফ্রেমে এসে পড়লেও আইনি জটিলতায় পড়তে পারেন কোনও পর্যটক। কারণ, এতে ব্যক্তিগত গোপনীয়তার লঙ্ঘনের পর্যায়ে পড়ে।
এছাড়া, দুবাই ও আবু ধাবিতে কিছু স্থাপনা রয়েছে, যেখানে সাধারণের জন্য বিধিনিষেধ আরোপিত। এ ধরনের স্থানের মধ্যে রয়েছে, বিমানবন্দর, ধর্মীয় অবকাঠামো, সরকারি কার্যালয়, সামরিক ও নিরাপত্তা সংক্রান্ত অঞ্চল।
এছাড়া, সাগর পাড়ে ছবি তোলার ক্ষেত্রে বাড়তি সতর্কতা অবলম্বন করতে হবে, যেন একজনের ফ্রেমে অন্য কোনও নারী এসে না পড়েন।
সোজা কথায়, সরকারি কার্যালয়, সামরিক স্থাপনা, বিমানবন্দর এবং রাষ্ট্রের নিরাপত্তার সঙ্গে জড়িত যে কোনও স্থানে ভ্রমণ ফ্রেমবন্দি করার বিষয়ে পর্যটকদের বাড়তি সতর্কতা অবলম্বনের পরামর্শ দেন বিশেষজ্ঞরা। কেননা, এসব স্থান এতোটাই সংবেদনশীল, সেখানে অবস্থান করে পাখি বা উড়োজাহাজ দেখলেও অনেক কর্মকর্তা সেটাকে সন্দেহজনক বলে মনে করে আইনি পদক্ষেপ নিতে পারেন।তথ্যসূত্র: ওয়াইওন
প্রধান সম্পাদকঃ আবুবকর সিদ্দিক সুমন। নির্বাহী সম্পাদকঃ রুবেল হাসনাইন। বার্তা সম্পাদকঃ রুমি বরুয়া।
গুলশান, ঢাকা-১২১৬, বাংলাদেশ। ইমেইলঃ admin@sylhet21.com,sylhet21.com@gmail.com মোবাইলঃ +1586 665 4225
© 2024 Sylhet21 All Rights Reserved. | Developed Success Life IT