০২:৩৩ পূর্বাহ্ন, রবিবার, ২৭ জুলাই ২০২৫

দুবাইয়ে দুই হাজারের বেশি মানুষের ইসলাম গ্রহণ

ডেস্ক নিউজ
  • আপডেট সময়ঃ ১২:৫২:৫১ অপরাহ্ন, শনিবার, ২৬ জুলাই ২০২৫
  • / ৯ বার পড়া হয়েছে।

দুবাই ইসলামিক অ্যাফেয়ার্স অ্যান্ড চ্যারিটেবল অ্যাক্টিভিটিজ ডিপার্টমেন্ট এক ঘোষণায় জানিয়েছে, ২০২৫ সালের প্রথম তিন মাসে বিশ্বের ৯৮টি ভিন্ন সাংস্কৃতিক পটভূমির ২০০০-এরও বেশি মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করেছে। এ ছাড়া মোহাম্মদ বিন রাশিদ সেন্টার ফর ইসলামিক কালচার ৬৩টি সংস্কৃতির অংশগ্রহণকারীদের জন্য বিভিন্ন শিক্ষামূলক কর্মসূচির মাধ্যমে ৮০১ জন পুরুষ ও নারী শিক্ষার্থীকে প্রশিক্ষণ দিয়েছে।

পাশাপাশি সদ্য ইসলাম গ্রহণ করা ২৫১ জন নতুন মুসলিমকে পুনর্বাসন ও সহায়তামূলক কর্মসূচির আওতায় নিয়ে আসা হয়েছে, যেন তারা একটি নিরাপদ, আন্তরিক ও শিক্ষামূলক পরিবেশে ইসলামের জ্ঞান অর্জন করতে পারে এবং নতুন জীবনের পথে দৃঢ় পদক্ষেপ নিতে পারে।

শিক্ষাগত দিক থেকে মোহাম্মদ বিন রাশিদ সেন্টার ফর ইসলামিক কালচার ইসলামী নীতিমালা, আরবি ভাষা শিক্ষা এবং পবিত্র কোরআন তিলাওয়াত ও তা বোঝার ওপর ৫৪টি জ্ঞানভিত্তিক অধিবেশনের আয়োজন করেছে। এ ছাড়া ‘আমরা তার ডাকে সাড়া দিয়েছি’ শীর্ষক শিক্ষা কর্মসূচির আওতায় মোট ২৭৩টি পাঠদান সেশন পরিচালিত হয়

কেন্দ্রের পরিচালক জসিম খাজরাজি বলেন, ‘এই কেন্দ্র শুধু একটি শিক্ষাকেন্দ্র নয়, বরং এটি একটি জ্ঞানবৃক্ষ, যা সংযুক্ত আরব আমিরাতের মূলনীতির ওপর দাঁড়িয়ে সংস্কৃতি ও ধর্মীয় সহনশীলতার মহৎ মূল্যবোধকে বিশ্বদরবারে ছড়িয়ে দিচ্ছে। তিনি বলেন, এই প্রচেষ্টা শুধু ইসলামী শিক্ষার প্রচারেই নয়, বরং বিশ্বব্যাপী মুসলিম সভ্যতার বিকাশেও এক গুরুত্বপূর্ণ অবদান রাখছে।’ আল ইমারাত আল ইয়াওম

নিউজটি শেয়ার করুন
ট্যাগসঃ

বিস্তারিত লিখুনঃ

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

দুবাইয়ে দুই হাজারের বেশি মানুষের ইসলাম গ্রহণ

আপডেট সময়ঃ ১২:৫২:৫১ অপরাহ্ন, শনিবার, ২৬ জুলাই ২০২৫

দুবাই ইসলামিক অ্যাফেয়ার্স অ্যান্ড চ্যারিটেবল অ্যাক্টিভিটিজ ডিপার্টমেন্ট এক ঘোষণায় জানিয়েছে, ২০২৫ সালের প্রথম তিন মাসে বিশ্বের ৯৮টি ভিন্ন সাংস্কৃতিক পটভূমির ২০০০-এরও বেশি মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করেছে। এ ছাড়া মোহাম্মদ বিন রাশিদ সেন্টার ফর ইসলামিক কালচার ৬৩টি সংস্কৃতির অংশগ্রহণকারীদের জন্য বিভিন্ন শিক্ষামূলক কর্মসূচির মাধ্যমে ৮০১ জন পুরুষ ও নারী শিক্ষার্থীকে প্রশিক্ষণ দিয়েছে।

পাশাপাশি সদ্য ইসলাম গ্রহণ করা ২৫১ জন নতুন মুসলিমকে পুনর্বাসন ও সহায়তামূলক কর্মসূচির আওতায় নিয়ে আসা হয়েছে, যেন তারা একটি নিরাপদ, আন্তরিক ও শিক্ষামূলক পরিবেশে ইসলামের জ্ঞান অর্জন করতে পারে এবং নতুন জীবনের পথে দৃঢ় পদক্ষেপ নিতে পারে।

শিক্ষাগত দিক থেকে মোহাম্মদ বিন রাশিদ সেন্টার ফর ইসলামিক কালচার ইসলামী নীতিমালা, আরবি ভাষা শিক্ষা এবং পবিত্র কোরআন তিলাওয়াত ও তা বোঝার ওপর ৫৪টি জ্ঞানভিত্তিক অধিবেশনের আয়োজন করেছে। এ ছাড়া ‘আমরা তার ডাকে সাড়া দিয়েছি’ শীর্ষক শিক্ষা কর্মসূচির আওতায় মোট ২৭৩টি পাঠদান সেশন পরিচালিত হয়

কেন্দ্রের পরিচালক জসিম খাজরাজি বলেন, ‘এই কেন্দ্র শুধু একটি শিক্ষাকেন্দ্র নয়, বরং এটি একটি জ্ঞানবৃক্ষ, যা সংযুক্ত আরব আমিরাতের মূলনীতির ওপর দাঁড়িয়ে সংস্কৃতি ও ধর্মীয় সহনশীলতার মহৎ মূল্যবোধকে বিশ্বদরবারে ছড়িয়ে দিচ্ছে। তিনি বলেন, এই প্রচেষ্টা শুধু ইসলামী শিক্ষার প্রচারেই নয়, বরং বিশ্বব্যাপী মুসলিম সভ্যতার বিকাশেও এক গুরুত্বপূর্ণ অবদান রাখছে।’ আল ইমারাত আল ইয়াওম

নিউজটি শেয়ার করুন