০২:৪২ অপরাহ্ন, বুধবার, ২৯ অক্টোবর ২০২৫

দেড় কোটি টাকা ফেরতের চেষ্টায় -ব্যবসায়ী সইবন খুন বিয়ানীবাজারে হত্যার প্রধান আসামী পলাতক

মিসবাহ উদ্দিন,
  • আপডেট সময়ঃ ১০:২০:৪২ পূর্বাহ্ন, বুধবার, ২৯ অক্টোবর ২০২৫
  • / ৬৪ বার পড়া হয়েছে।

ফাইল ছবি

বিয়ানীবাজার পৌরশহরের ব্যবসায়ী সহিব উদ্দিন সইবন (৫০) হত্যা মামলার প্রধান আসামী জাকির হোসেন পলাতক রয়েছেন। সূত্র জানায়, জামিন নিয়ে কারাগার থেকে বের হওয়ার অল্পদিনের মধ্যেই তিনি যুক্তরাষ্ট্রে পালিয়ে গেছেন।

প্রধান আসামীর পলাতক অবস্থায় থাকার কারণে নিহত সইবনের পরিবার মামলার ভবিষ্যৎ নিয়ে গভীর উদ্বিগ্ন। নিহতের বাড়ি মৌলভীবাজারের বড়লেখা উপজেলার ইটাউরী গ্রামে। তিনি নিজে বিয়ানীবাজার পৌরসভার দাসগ্রাম এলাকায় বসবাস করতেন। অপরদিকে, আসামী জাকির হোসেন বিয়ানীবাজার উপজেলার কুড়ারবাজার ইউনিয়নের বৈরাগীবাজার এলাকার বাসিন্দা।

২০১৮ সালের ২৭ এপ্রিল, সিলেট-বিয়ানীবাজার সড়কের চারখাই গাছতলা এলাকায় ব্যবসায়ী সহিব উদ্দিন সইবন স্বপরিবারে আমেরিকা যাওয়ার স্বপ্নে বিভোর ছিলেন। তাকে আমেরিকায় পাঠানোর জন্য দেড় কোটি টাকা তুলে দিয়েছিলেন সিলেট শহরের গাড়ি ব্যবসায়ী জাকির হোসেন।

নির্ধারিত সময়ের পরও টাকা ফেরত না পাওয়ায়, সইবন জাকিরকে চাপ দেন। শেষ পর্যন্ত টাকা ফেরতের জন্য তাকে সিলেট শহরে ডেকে আনা হয়। কিন্তু টাকা ফেরানোর পরিবর্তে ঘাতকরা সইবনকে হত্যা করে, তার লাশ রাস্তার পাশে ফেলে রাখে।

স্থানীয়রা লাশ দেখে পুলিশকে খবর দিলে চারখাই ফাঁড়ির পুলিশ লাশ উদ্ধার করে। তদন্তে জানা যায়, হত্যাকাণ্ডের মূল কারণ ছিল ব্যবসায়িক লেনদেন ও টাকা। পুলিশ সিলেট শাহপরান থানা এলাকা থেকে রক্তমাখা একটি গাড়ি জব্দ করেছে, যেটিতে হত্যাকাণ্ড সংঘটিত হয়।

ঘাতকের বাসা থেকে পুলিশ বিদেশ পাচারের জন্য ব্যবহৃত জাল কাগজপত্রসহ শতাধিক নথি উদ্ধার করেছে।
নিহতের ভাগ্না নুরুজ্জামান বলেন, “আমরা নিয়মিতভাবে মামলার প্রক্রিয়া চালাচ্ছি। তবে প্রধান আসামী পলাতক থাকায় মামলার ভবিষ্যৎ নিয়ে আমরা উদ্বিগ্ন।” আদালত সূত্র জানায়, বর্তমানে মামলার বিচারিক কার্যক্রম চলছে।

নিউজটি শেয়ার করুন
ট্যাগসঃ

বিস্তারিত লিখুনঃ

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন