বাংলাদেশের রাজনীতির আকাশে আজ নেমে এসেছে শোকের গভীর ছায়া। দীর্ঘ সংগ্রাম, ত্যাগ ও আপসহীন লড়াইয়ের পর মহান আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে গেছেন তিনবারের সাবেক প্রধানমন্ত্রী, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারপারসন ও গণতন্ত্রের অবিচল প্রতীক দেশনেত্রী বেগম খালেদা জিয়া। 'ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন'।
তাঁর ইন্তেকালে গভীর শোক ও শ্রদ্ধা নিবেদনের অংশ হিসেবে বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির আলোকে সিলেট মহানগর ও জেলা বিএনপি সাত দিনব্যাপী শোক কর্মসূচি ঘোষণা করেছে।
শোক কর্মসূচির অংশ হিসেবে আজ মঙ্গলবার বিকাল ৩টা থেকে সিলেট জেলা ও মহানগর বিএনপির অস্থায়ী কার্যালয় ‘তোপখানা, কাজির বাজার’-এ আনুষ্ঠানিকভাবে শোকবইয়ে স্বাক্ষর কার্যক্রম শুরু হবে। আজ থেকে আগামী সাত দিন প্রতিদিন দুপুর ১২টা থেকে রাত ৮টা পর্যন্ত শোকবইয়ে স্বাক্ষর কার্যক্রম অব্যাহত থাকবে।
এছাড়া শোকের প্রতীক হিসেবে সাত দিনব্যাপী কালো পতাকা উত্তোলন ও কালো ব্যাজ ধারণ কর্মসূচি পালন করবেন সিলেট জেলা ও মহানগর বিএনপি, তার আওতাধীন সকল ইউনিটসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতাকর্মীরা।
সকল শোক কর্মসূচি যথাযথ ভাবগাম্ভীর্য, শৃঙ্খলা ও মর্যাদার সঙ্গে পালনের জন্য সিলেট জেলা বিএনপির সভাপতি জননেতা আব্দুল কাইয়ুম চৌধুরী ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী এবং সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদি ও সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী দলীয় নেতাকর্মীদের প্রতি উদাত্ত আহ্বান জানিয়েছেন।
এদিকে, আগামীকাল ৩১ ডিসেম্বর, জোহরের নামাজের পর রাজধানীর জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা ও সংলগ্ন মানিক মিয়া এভিনিউতে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। জানাজা শেষে তাঁকে জিয়া উদ্যানে অবস্থিত শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজার প্রাঙ্গণে দাফন করা হবে। এ উপলক্ষে সকলের উপস্থিতি ও মরহুমার রুহের মাগফিরাত কামনায় দোয়া প্রার্থনা করা হয়েছে।
প্রধান সম্পাদক ঃ আবুবকর সিদ্দিক সুমন , নির্বাহী সম্পাদকঃ রুবেল হাসনাইন , বার্তা সম্পাদক ঃ মিসবাহ উদ্দিন
গুলশান, ঢাকা-১২১৬, বাংলাদেশ। ইমেইলঃ admin@sylhet21.com,sylhet21.com@gmail.com মোবাইলঃ +1586 665 4225