সরাসরি রেডিও সম্প্রচার সরাসরি ভিডিও সম্প্রচার
০২:৪১ অপরাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬

দেশের মাটিতে পা রেখেই নেতাকর্মীদের কাছে যাবেন তারেক রহমান

অনলাইন ডেস্ক
  • আপডেট সময়ঃ ০১:৩৭:১৪ অপরাহ্ন, বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫
  • / ১১৬ বার পড়া হয়েছে।

দেশে ফিরে বিমানবন্দর থেকে রাজধানীর পূর্বাচলে সংবর্ধনা শেষে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে দেখতে যাবেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

বুধবার (২৪ ডিসেম্বর) এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ।

সালাহউদ্দিন আহমেদ বলেন, শুক্রবার (২৬ ডিসেম্বর) বাদ জুমা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবর জিয়ারত করবেন তারেক রহমান। এ দিন জাতীয় স্মৃতিসৌধে শহীদের প্রতি শ্রদ্ধা জানাবেন তিনি।

তিনি বলেন, শনিবার (২৭ ডিসেম্বর) ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির কবর জিয়ারত করবেন তারেক রহমান। এরপর আহত জুলাই যোদ্ধাদের দেখতে পঙ্গু হাসপাতালে যাবেন তিনি।

এদিকে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে প্রত্যাবর্তনের মুহূর্তকে ইতিহাসের অংশ হিসেবে দেখতে, বিএনপি নেতাকর্মীরা রাজধানীতে আগমন শুরু করেছেন।

বিএনপি আশাবাদী, তার সংবর্ধনা অনুষ্ঠানে প্রায় ৫০ লাখ মানুষ সমাগম করবে। ইতিমধ্যে ৬৩ জেলার নেতাকর্মী এবং সমর্থকরা মঙ্গলবার (২৩ ডিসেম্বর) থেকে ঢাকায় পৌঁছাতে শুরু করেছেন। বাংলাদেশ বিমানের নিয়মিত ফ্লাইটে দুপুর ১২টায় হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের কথা রয়েছে তার।

নিউজটি শেয়ার করুন
ট্যাগসঃ

বিস্তারিত লিখুনঃ

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন