সিলেট মহানগর যুবদলের সভাপতি শাহ নেওয়াজ বক্ত চৌধুরী তারেক বলেছেন, রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়ন বর্তমান সময়ের অনিবার্য দাবি। দেশের চলমান পরিস্থিতি প্রমাণ করে, একটি সুষ্ঠু গণতান্ত্রিক ব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠা ছাড়া জাতির ভবিষ্যৎ নিরাপদ নয়। তাই এই ৩১ দফা শুধু একটি দলীয় প্রস্তাব নয়, বরং জনগণের অধিকার প্রতিষ্ঠার রূপরেখা তিনি বলেন, দেশের রাজনৈতিক ও সামাজিক অস্থিরতা মোকাবেলায় যুবদল সবসময় অগ্রণী ভূমিকা পালন করবে।
শনিবার (১৩ সেপ্টেম্বর) রাত ৯টায় নগরীর মদিনা মার্কেট পয়েন্টে রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়ন, দেশের চলমান পরিস্থিতিতে দলকে আরো গতিশীল, শক্তিশালী ও সুসংগঠিত করার লক্ষ্যে সিলেট মহানগর যুবদলের অধীনস্থ ৮ ও ৩৭নং ওয়ার্ড যুবদলের কমিটি গঠনের লক্ষ্যে আয়োজিত কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
সিলেট মহানগর যুবদলের সহ সাধারণ সম্পাদক ও ৮ নং ওয়ার্ড যুবদলের আহবায়ক আজাদ রহমান এর সভাপতিত্বে এবং মহানগর যুবদলের সহ আইন বিষয়ক সম্পাদক মোঃ সামছুল ইসলাম এর পরিচালনায় কর্মী সভায় সম্মানিত অতিথির বক্তব্যে সিলেট জেলা যুবদলের সভাপতি অ্যাডভোকেট মোমিনুল ইসলাম মোমিন বলেন, অন্যায়-অবিচার, দুঃশাসন ও গণতন্ত্রবিরোধী অপচেষ্টা রুখে দিয়ে একটি জনগণের সরকার প্রতিষ্ঠা করতে আমাদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। প্রধান বক্তার বক্তব্যে সিলেট মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মির্জা মোঃ সম্রাট হোসেন বলেন, যুব সমাজকে ঐক্যবদ্ধ করে দলকে আরও গতিশীল, শক্তিশালী ও সুসংগঠিত করার মাধ্যমে আমরা গণতন্ত্র ও মানুষের ভোটাধিকার ফিরিয়ে আনতে কাজ করব। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট মহানগর যুবদলের সিনিয়র সহ সভাপতি তুফাজ্জল হোসেন বেলাল। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সিলেট মহানগর যুবদলের সহ সভাপতি সুহেল মাহমুদ, নজরুল ইসলাম। যুগ্ম সাধারণ সম্পাদক এমদাদুল হক স্বপন, কল্লোল জোতি বিশ্বাস জয়, কয়েস আহমদ, মলয় লাল ধর, সিলেট জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম জাহাঙ্গীর, মহানগর যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ ইছহাক আহমদ, জামিল আহমদ, শামীম রেজা, এম এ মতিন,বাবলু মিয়,খালেদ আহমদ,সাহেল রহমান শহীদুজ্জাম সুমন, এম এ সালাম, মোঃ আব্দুর রহমান শামীম, সহ সাধারণ সম্পাদক নূর মুহাম্মদ খান তাইফুর, এম এ হাসান, মোকসুদুল করিম ইমন, কাওছার হোসেন খান রাহাত আহমদ টিপু, আনোয়ার কাদির, শাহীন উদ্দীন আহমদ, হোসেন আহমদ, রিপন চৌ:,মোঃ হোসেনুর রহমান রিজবি,।দপ্তর সম্পাদক পারভেজ আহমদ, সিলেট জেলা যুবদলের সমাজ কল্যাণ সম্পাদক বাবর উদ্দীন বাবলা, মহানগর যুবদলের গণ শিক্ষা সম্পাদক জামাল আহমদ, শ্রম সম্পাদক মোঃ মুস্তাক আহমদ বাপ্পি, ত্রাণ সম্পাদক মোঃ রোমান আহমদ রাজু, কর্মসংসান সম্পাদক মিনার আহমদ, সহ সাংগঠনিক সম্পাদক কবির হোসেন,এস এম সেফুল,মোঃ আশরাফ হোসেন শুয়েব, মোঃ আব্দুল মালেক সুমন, সুমাইল আহমদ, ৮ ও ৩৭ নং ওয়ার্ড যুবদলের সাব্বির হোসেন জামিল, হেলাল আহমদ, রাজন আহমদ সাদ্দাম, ফামিম আহমদ, শামীম আহমদ, জামাল আহমদ, জাবেদ আহমদ, রুবেল আহসদ, বাচ্চু আহমদ, হাকিম বেলাল, ফাহাদ আহমদ, নাঈম ইসলাম, রাজম আহমদ, রুবেল আহমদ, আজিজ আহমদ, রাজন আহমদ,কবীর আহমদ, রিপন আহমদ, বক্কর আহমদ, বিল্লাল আহমদ, আলাল আহমদ, রাসন মিয়া, সাগর আহমদ, ডালিম আহমদ, ময়ন আহমেদ রিপন, সাদ্দাম হোসেন, ইমম আহমেদ, মোস্তাকিম আহমেদ, সোহেল আহমদ মানিক, সোহেল আহমদ, মকবুল আহমদ, জুসল আহমদ, মাসুম আহমদ, ফয়সল, খালেদ, আজাদ আহমদ, তারেক আহমদ প্রমুখ।
প্রধান সম্পাদকঃ আবুবকর সিদ্দিক সুমন। নির্বাহী সম্পাদকঃ রুবেল হাসনাইন। বার্তা সম্পাদকঃ রুমি বরুয়া।
গুলশান, ঢাকা-১২১৬, বাংলাদেশ। ইমেইলঃ admin@sylhet21.com,sylhet21.com@gmail.com মোবাইলঃ +1586 665 4225
©২০২৫ সিলেট ২১ সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Developed Success Life IT