দেশে গত ২৪ ঘন্টায় ৪০টি নমুনা পরীক্ষায় ৯ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। শনাক্তের হার ২২ দশমিক ৫০ শতাংশ।
মঙ্গলবার (৩ জুন) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। এ নিয়ে দেশে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ৫১ হাজার ৭২৯ জন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গতকাল সোমবার (২ জুন) সকাল ৮টা থেকে আজ মঙ্গলবার (৩ জুন) সকাল ৮টা পর্যন্ত করোনা থেকে দুইজন সুস্থ হয়েছেন। এ নিয়ে এখন পর্যন্ত এই ভাইরাস থেকে সুস্থ হয়েছে ২০ লাখ ১৯ হাজার ৩৫৪ জন। তবে ২৪ ঘণ্টায় ভাইরাসটিতে আক্রান্ত হয়ে কেউ মারা যায়নি।
করোনাভাইরাসের প্রকোপ শুরুর পর থেকে এখন পর্যন্ত এই রোগে দেশে ২৯ হাজার ৪৯৯ জন মারা গেছেন।
প্রধান সম্পাদকঃ আবুবকর সিদ্দিক সুমন। নির্বাহী সম্পাদকঃ রুবেল হাসনাইন। বার্তা সম্পাদকঃ রুমি বরুয়া।
গুলশান, ঢাকা-১২১৬, বাংলাদেশ। ইমেইলঃ admin@sylhet21.com,sylhet21.com@gmail.com মোবাইলঃ +1586 665 4225
©২০২৫ সিলেট ২১ সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত। | Developed Success Life IT