০১:৫৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫

দেশ ও সমাজকাঠামোয় আইন শিক্ষার গুরুত্ব অপরিসীম:  ড. সৈয়দ রাগীব আলী

সিলেট ব্যুরো
  • আপডেট সময়ঃ ০৮:০২:১৮ অপরাহ্ন, বুধবার, ৯ জুলাই ২০২৫
  • / ৩ বার পড়া হয়েছে।

লিডিং ইউনিভার্সিটির আইন বিভাগের ফল সেমিস্টার ২০২৫ এর নবীনবরণ অনুষ্ঠান বুধবার (৯ জুলাই) সকাল ১১টায় অনুষ্ঠিত হয়েছে। ইউনিভার্সিটির এলএলবি (সম্মান) এবং মাস্টার্স অব ল’ (এলএলএম) প্রোগ্রামের নতুন শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় জীবনের প্রথম দিন অতিবাহিত করেন আনন্দমুখর পরিবেশে। নবীনবরণ অনুষ্ঠানে শিক্ষার্থীদের সাথে অভিভাবকগণও উপস্থিত ছিলেন। এসময় শ্যামল প্রকৃতির ছায়াঘেরা লিডিং ইউনিভার্সিটির ক্যাম্পাস ও অবকাঠামোগত সৌন্দর্যে সন্তোষ প্রকাশ করেন অভিভাবকগণ।

দেশ ও সমাজ বিনির্মাণে আইন শিক্ষার গুরুত্ব তুলে ধরে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে লিডিং ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান দানবীর ড. সৈয়দ রাগীব আলী বলেন, আইনি বিষয়গুলো মূলত ইংরেজিতে লিপিবদ্ধ। তাই আইন বিষয়ে পড়াশোনা করতে শিক্ষার্থীদেরকে ইংরেজি ভাষার দক্ষতা অর্জনের পরামর্শ দেন তিনি। তিনি আরো বলেন, সন্তানদের সুশিক্ষিত করে গড়ে তুলতে শিক্ষকদের পাশাপাশি অভিভাবকদেরও দায়িত্ব রয়েছে। সন্তানদের বিশ্ববিদ্যালয়ে পাঠানোর পর অভিভাবক বৃন্দকে মাঝে মধ্যে বিশ্ববিদ্যালয়ে এসে শিক্ষকদের সাথেও কথা বলে, ছাত্রদের ও শিক্ষকদের অনুপ্রাণিত করার আহবান জানান তিনি। এসময় তিনি আরও বলেন, লিডিং ইউনিভার্সিটির আইন বিভাগের গ্র্যাজুয়েটরা দেশের ভিতরে এবং বিদেশে উচ্চশিক্ষা ও আইনপেশায় সফলতার স্বাক্ষর রেখে চলেছে যা বৃহত্তর সিলেটের জন্য সত্যিই গৌরবের। যা লিডিং ইউনিভার্সিটির আইন বিভাগের অভিজ্ঞ ও দক্ষ শিক্ষকদের সঠিক দিকনির্দেশনা, শ্রেণীকক্ষে পাঠদান, গবেষণা এবং পরিচর্যার ফসল।

নবীন শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে সভাপতির বক্তব্যে লিডিং ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ তাজ উদ্দিন বলেন, আইন বিষয়ে লিডিং ইউনিভার্সিটিতে নতুন যাত্রা শিক্ষার্থীদের জন‍্য সঠিক সিদ্ধান্ত। দক্ষ মানব সম্পদ তৈরি করার লক্ষ্যেই লিডিং ইউনিভার্সিটি প্রতিষ্ঠা করেন উপমহাদেশের প্রখ‍্যাত দানবীর ড. সৈয়দ রাগীব আলী। শহর থেকে একটু দূরে সুন্দর পরিবেশে এ বিশ্ববিদ্যালয় উত্তরোত্তর উন্নতি লাভ করছে। লিডিং ইউনিভার্সিটির আইন বিভাগের এলামনাইগণ দেশ এবং দেশের বাইরে সুনামের সাথে কাজ করছে। তিনি আরো বলেন, লিডিং ইউনিভার্সিটির আইন বিভাগে রয়েছে অভিজ্ঞ শিক্ষক এবং শিক্ষার উপযুক্ত পরিবেশ। প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের মানবিক জ্ঞানার্জনেরও পরামর্শ দেন তিনি।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের বিভাগীয় প্রধান আব্দুল্লাহ আল- মামুন। নবীনবরণ অনুষ্ঠানে আরো বক্তব্য প্রদান করেন লিডিং ইউনিভার্সিটির ব‍্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর ড. বশির আহমেদ ভুঁইয়া, আধুনিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ কামরুজ জামান ভুঁইয়া, কলা ও আধুনিক ভাষা অনুষদের ডিন ড. মো. রেজাউল করিম, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. মফিজুল ইসলাম, ছাত্রকল‍্যাণ উপদেষ্টা প্রফের ডা. মো. আব্দুল মজিদ মিয়া, ট্রাস্টি বোর্ডের সচিব ইঞ্জিনিয়ার মো. লুৎফর রহমান, অর্থ ও হিসাব শাখার পরিচালক মোহাম্মদ কবির আহমেদ, সহযোগী অধ্যাপক প্রক্টর মো. মাহবুবুর রহমান এবং নবীন শিক্ষার্থীদের পক্ষ থেকে অনুভূতি প্রকাশমূলক ব‍্যক্ত রাখেন শেখ আল আজরফ।

অনুষ্ঠানে লিডিং ইউনিভার্সিটির পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ড. মো. কবির আহমেদ, সকল বিভাগের বিভাগীয় প্রধান, বিশ্ববিদ্যালয়ের প্রক্টোরিয়াল বডির সদস্যবৃন্দ এবং আইন বিভাগের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন ইসলামিক স্টাডিজ বিভাগের প্রভাষক মো. মামুনুর রশিদ। জাতীয় সংগীত পরিবেশনের মাধ‍্যমে শুরু হওয়া অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন আইন বিভাগের প্রভাষক মো. রেজাউল করিম।

নিউজটি শেয়ার করুন
ট্যাগসঃ

বিস্তারিত লিখুনঃ

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

দেশ ও সমাজকাঠামোয় আইন শিক্ষার গুরুত্ব অপরিসীম:  ড. সৈয়দ রাগীব আলী

আপডেট সময়ঃ ০৮:০২:১৮ অপরাহ্ন, বুধবার, ৯ জুলাই ২০২৫

লিডিং ইউনিভার্সিটির আইন বিভাগের ফল সেমিস্টার ২০২৫ এর নবীনবরণ অনুষ্ঠান বুধবার (৯ জুলাই) সকাল ১১টায় অনুষ্ঠিত হয়েছে। ইউনিভার্সিটির এলএলবি (সম্মান) এবং মাস্টার্স অব ল’ (এলএলএম) প্রোগ্রামের নতুন শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় জীবনের প্রথম দিন অতিবাহিত করেন আনন্দমুখর পরিবেশে। নবীনবরণ অনুষ্ঠানে শিক্ষার্থীদের সাথে অভিভাবকগণও উপস্থিত ছিলেন। এসময় শ্যামল প্রকৃতির ছায়াঘেরা লিডিং ইউনিভার্সিটির ক্যাম্পাস ও অবকাঠামোগত সৌন্দর্যে সন্তোষ প্রকাশ করেন অভিভাবকগণ।

দেশ ও সমাজ বিনির্মাণে আইন শিক্ষার গুরুত্ব তুলে ধরে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে লিডিং ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান দানবীর ড. সৈয়দ রাগীব আলী বলেন, আইনি বিষয়গুলো মূলত ইংরেজিতে লিপিবদ্ধ। তাই আইন বিষয়ে পড়াশোনা করতে শিক্ষার্থীদেরকে ইংরেজি ভাষার দক্ষতা অর্জনের পরামর্শ দেন তিনি। তিনি আরো বলেন, সন্তানদের সুশিক্ষিত করে গড়ে তুলতে শিক্ষকদের পাশাপাশি অভিভাবকদেরও দায়িত্ব রয়েছে। সন্তানদের বিশ্ববিদ্যালয়ে পাঠানোর পর অভিভাবক বৃন্দকে মাঝে মধ্যে বিশ্ববিদ্যালয়ে এসে শিক্ষকদের সাথেও কথা বলে, ছাত্রদের ও শিক্ষকদের অনুপ্রাণিত করার আহবান জানান তিনি। এসময় তিনি আরও বলেন, লিডিং ইউনিভার্সিটির আইন বিভাগের গ্র্যাজুয়েটরা দেশের ভিতরে এবং বিদেশে উচ্চশিক্ষা ও আইনপেশায় সফলতার স্বাক্ষর রেখে চলেছে যা বৃহত্তর সিলেটের জন্য সত্যিই গৌরবের। যা লিডিং ইউনিভার্সিটির আইন বিভাগের অভিজ্ঞ ও দক্ষ শিক্ষকদের সঠিক দিকনির্দেশনা, শ্রেণীকক্ষে পাঠদান, গবেষণা এবং পরিচর্যার ফসল।

নবীন শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে সভাপতির বক্তব্যে লিডিং ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ তাজ উদ্দিন বলেন, আইন বিষয়ে লিডিং ইউনিভার্সিটিতে নতুন যাত্রা শিক্ষার্থীদের জন‍্য সঠিক সিদ্ধান্ত। দক্ষ মানব সম্পদ তৈরি করার লক্ষ্যেই লিডিং ইউনিভার্সিটি প্রতিষ্ঠা করেন উপমহাদেশের প্রখ‍্যাত দানবীর ড. সৈয়দ রাগীব আলী। শহর থেকে একটু দূরে সুন্দর পরিবেশে এ বিশ্ববিদ্যালয় উত্তরোত্তর উন্নতি লাভ করছে। লিডিং ইউনিভার্সিটির আইন বিভাগের এলামনাইগণ দেশ এবং দেশের বাইরে সুনামের সাথে কাজ করছে। তিনি আরো বলেন, লিডিং ইউনিভার্সিটির আইন বিভাগে রয়েছে অভিজ্ঞ শিক্ষক এবং শিক্ষার উপযুক্ত পরিবেশ। প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের মানবিক জ্ঞানার্জনেরও পরামর্শ দেন তিনি।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের বিভাগীয় প্রধান আব্দুল্লাহ আল- মামুন। নবীনবরণ অনুষ্ঠানে আরো বক্তব্য প্রদান করেন লিডিং ইউনিভার্সিটির ব‍্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর ড. বশির আহমেদ ভুঁইয়া, আধুনিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ কামরুজ জামান ভুঁইয়া, কলা ও আধুনিক ভাষা অনুষদের ডিন ড. মো. রেজাউল করিম, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. মফিজুল ইসলাম, ছাত্রকল‍্যাণ উপদেষ্টা প্রফের ডা. মো. আব্দুল মজিদ মিয়া, ট্রাস্টি বোর্ডের সচিব ইঞ্জিনিয়ার মো. লুৎফর রহমান, অর্থ ও হিসাব শাখার পরিচালক মোহাম্মদ কবির আহমেদ, সহযোগী অধ্যাপক প্রক্টর মো. মাহবুবুর রহমান এবং নবীন শিক্ষার্থীদের পক্ষ থেকে অনুভূতি প্রকাশমূলক ব‍্যক্ত রাখেন শেখ আল আজরফ।

অনুষ্ঠানে লিডিং ইউনিভার্সিটির পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ড. মো. কবির আহমেদ, সকল বিভাগের বিভাগীয় প্রধান, বিশ্ববিদ্যালয়ের প্রক্টোরিয়াল বডির সদস্যবৃন্দ এবং আইন বিভাগের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন ইসলামিক স্টাডিজ বিভাগের প্রভাষক মো. মামুনুর রশিদ। জাতীয় সংগীত পরিবেশনের মাধ‍্যমে শুরু হওয়া অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন আইন বিভাগের প্রভাষক মো. রেজাউল করিম।

নিউজটি শেয়ার করুন