০৯:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫

দেড় কোটি টাকার অনুদান পাবে ৩৮৯ এসআই-কনস্টেবল।

অনলাইন ডেস্ক
  • আপডেট সময়ঃ ০১:৪২:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫
  • / ৬ বার পড়া হয়েছে।

বাংলাদেশ পুলিশ কল্যাণ তহবিল থেকে চলতি বছরের জুন-জুলাই মাসে এসআই এবং তদনিম্ন ৩৮৯ জনকে ১ কোটি ৫৭ লাখ ১১ হাজার টাকা অনুদান মঞ্জুর করেছে পুলিশ সদর দপ্তর।মঙ্গলবার (১৫জুলাই) পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) ইনামুল হক সাগর এ তথ্য জানান।

ইনামুল হক সাগর জানান, বাংলাদেশ পুলিশ কল্যাণ তহবিল ১৯৮৬ সাল থেকে কার্যক্রম পরিচালনা করে আসছে। এই তহবিলে এসআই/সমমান হতে তদনিম্ন সব পুলিশ/নন-পুলিশ সদস্যদের নিকট থেকে বছরে দুই বার চাঁদা কর্তন করা হয়।তিনি বলেন, এ তহবিল হতে কেবল এসআই/সমমান হতে তদনিম্ন সকল পুলিশ/নন-পুলিশ সদস্য চাকরিরত অবস্থায় অথবা অবসর গ্রহণের দুই বছর পর্যন্ত দাফন-কাফন/অন্ত্যেষ্টিক্রিয়া বাবদ এককালীন ২৫ হাজার টাকা ও মৃত্যুবরণ অথবা স্থায়ী অক্ষমতার ক্ষেত্রে এককালীন ১০ হাজার টাকাসহ প্রতিমাসে ১,৫০০ টাকা করে ১৫ বছর পর্যন্ত কল্যাণ ভাতা সুবিধা পেয়ে থাকেন।

এছাড়া বিশেষ ও ব্যয়বহুল, গুরুতর এবং সাধারণ চিকিৎসার ক্ষেত্রে আর্থিক অনুদান প্রাপ্ত হন।

এরই ধারাবাহিকতায় বাংলাদেশ পুলিশ কল্যাণ তহবিলের কেন্দ্রীয় ব্যবস্থাপনা বোর্ডের ২০২৫ সালের ৫ম বোর্ড সভায় (জুন-জুলাই/২৫) বাংলাদেশ পুলিশ কল্যাণ তহবিল হতে এসআই হতে তদনিম্ন ৩৮৯ জনের অনুকূলে সর্বমোট ১ কোটি ৫৭ লাখ ১১ হাজার টাকা আর্থিক অনুদান মঞ্জুর করা হয়।

পাশাপাশি বাংলাদেশ পুলিশ কর্মচারী নিরাপত্তা প্রকল্প (পনপ) পরিচালনা পরিষদের ২০২৫ সালের ৫ম পরিচালনা পরিষদ সভায় ৫৩ জন বিভিন্ন পদবীর মৃত সদস্যদের পরিবারের অনুকূলে এককালীন মোট ২৯ লাখ ৫ হাজার ৮০০ টাকা অনুদান দেওয়া হয়।

নিউজটি শেয়ার করুন
ট্যাগসঃ

বিস্তারিত লিখুনঃ

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেল এবং অন্যান্য তথ্য সংরক্ষণ করুন

দেড় কোটি টাকার অনুদান পাবে ৩৮৯ এসআই-কনস্টেবল।

আপডেট সময়ঃ ০১:৪২:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫

বাংলাদেশ পুলিশ কল্যাণ তহবিল থেকে চলতি বছরের জুন-জুলাই মাসে এসআই এবং তদনিম্ন ৩৮৯ জনকে ১ কোটি ৫৭ লাখ ১১ হাজার টাকা অনুদান মঞ্জুর করেছে পুলিশ সদর দপ্তর।মঙ্গলবার (১৫জুলাই) পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) ইনামুল হক সাগর এ তথ্য জানান।

ইনামুল হক সাগর জানান, বাংলাদেশ পুলিশ কল্যাণ তহবিল ১৯৮৬ সাল থেকে কার্যক্রম পরিচালনা করে আসছে। এই তহবিলে এসআই/সমমান হতে তদনিম্ন সব পুলিশ/নন-পুলিশ সদস্যদের নিকট থেকে বছরে দুই বার চাঁদা কর্তন করা হয়।তিনি বলেন, এ তহবিল হতে কেবল এসআই/সমমান হতে তদনিম্ন সকল পুলিশ/নন-পুলিশ সদস্য চাকরিরত অবস্থায় অথবা অবসর গ্রহণের দুই বছর পর্যন্ত দাফন-কাফন/অন্ত্যেষ্টিক্রিয়া বাবদ এককালীন ২৫ হাজার টাকা ও মৃত্যুবরণ অথবা স্থায়ী অক্ষমতার ক্ষেত্রে এককালীন ১০ হাজার টাকাসহ প্রতিমাসে ১,৫০০ টাকা করে ১৫ বছর পর্যন্ত কল্যাণ ভাতা সুবিধা পেয়ে থাকেন।

এছাড়া বিশেষ ও ব্যয়বহুল, গুরুতর এবং সাধারণ চিকিৎসার ক্ষেত্রে আর্থিক অনুদান প্রাপ্ত হন।

এরই ধারাবাহিকতায় বাংলাদেশ পুলিশ কল্যাণ তহবিলের কেন্দ্রীয় ব্যবস্থাপনা বোর্ডের ২০২৫ সালের ৫ম বোর্ড সভায় (জুন-জুলাই/২৫) বাংলাদেশ পুলিশ কল্যাণ তহবিল হতে এসআই হতে তদনিম্ন ৩৮৯ জনের অনুকূলে সর্বমোট ১ কোটি ৫৭ লাখ ১১ হাজার টাকা আর্থিক অনুদান মঞ্জুর করা হয়।

পাশাপাশি বাংলাদেশ পুলিশ কর্মচারী নিরাপত্তা প্রকল্প (পনপ) পরিচালনা পরিষদের ২০২৫ সালের ৫ম পরিচালনা পরিষদ সভায় ৫৩ জন বিভিন্ন পদবীর মৃত সদস্যদের পরিবারের অনুকূলে এককালীন মোট ২৯ লাখ ৫ হাজার ৮০০ টাকা অনুদান দেওয়া হয়।

নিউজটি শেয়ার করুন